বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: মুখপানে চেয়ে দেখি, ভয় হয় মনে
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:  প্রেম (প্রেম 
	বৈচিত্র্য-১৩২)পর্যায়ের ১৫৯ সংখ্যক গান। 
	
		
			 মুখপানে চেয়ে দেখি, ভয় হয় মনে-
			ফিরেছ কি ফের নাই বুঝিব কেমনে॥
			আসন দিয়েছি পাতি, মালিকা রেখেছি গাঁথি,
			বিফল হল কি তাহা ভাবি খনে খনে॥
			গোধুলিলগনে পাখি ফিরে আসে নীড়ে,
			ধানে ভরা তরীখানি ঘাটে এসে ভিড়ে॥
			আজো কি খোঁজার শেষে ফের নি আপন দেশে।
			বিরামবিহীন তৃষা জ্বলে কি নয়নে॥ 
		
	
 
	- 
	পাণ্ডুলিপির পাঠ: 
- 	পাঠভেদ:
- তথ্যানুসন্ধান:
		- 
		ক. রচনাকাল ও স্থান: 'শেষ রক্ষা' নামক নাটকের জন্য গানটি রচিত 
		হয়েছিল। ধারণা করা হয় গানটি রবীন্দ্রনাথ ১৩৩৪ বঙ্গাব্দের আষাঢ় মাসে রচনা 
		করেন। এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ৬৬ বৎসর ২ মাস বয়সের রচনা। 
		
- 
		খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- 
				গ্রন্থ:
				- 
				গীতবিতান 
				
					- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।  প্রেম (প্রেম 
	বৈচিত্র্য-১৩২)পর্যায়ের ১৫৯ সংখ্যক গান।
 
- শেষরক্ষা (১৩৩৫ বঙ্গাব্দ)। প্রথম অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। বিনোদের 
				গান। রবীন্দ্ররচনাবলী ঊনবিংশ (১৯) খণ্ড, (বিশ্বভারতী)। পৃষ্ঠা : 
				১৯৪।
-  
																			 
	
 স্বরবিতান দ্বিতীয় খণ্ডের (মাঘ ১৪১২) ৪২ সংখ্যক গান। পৃষ্ঠা:  
				১৩৯-১৪০।
				[নমুনা]
 
- পত্রিকা: 
	
			- বসুমতী (আষাঢ় ১৩৩৪ বঙ্গাব্দ)। 'শেষ রক্ষা' নাটকের সাথে মুদ্রিত 
			হয়েছিল।
- সঙ্গীতবিজ্ঞান প্রকাশিকা (বৈশাখ ১৩৩৭ বঙ্গাব্দ)। অনাদিকুমার 
			দস্তিদার-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল। 
 
 
- গ.   সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: 
			-  স্বরলিপি: 
	[নমুনা] 
-   
		স্বরলিপিকার: 
		অনাদিকুমার দস্তিদার
		
 [অনাদিকুমার 
		দস্তিদার-কৃত স্বরলিপির তালিকা]
- 
		সুর ও তাল: 
		
			
- রাগ: কাফি-কানাড়া। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। 
			রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭০]
-  রাগ:
			 সাহানা। 
			তাল: কাহারবা। 
			[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি 
১৯৯৩)। পৃষ্ঠা: ৭৩]। 
- 
		 
			রাগ:  সাহানা। তাল: 
			কাহারবা।  [রাগরাগিণীর 
			এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা:
			 ১২৭।
- গ্রহস্বর-না। 
- লয়: মধ্য।