শেষ বেলাকার শেষের গানে
ভোরের বেলার বেদন আনে॥
তরুণ মুখের করুণ হাসি গোধূলি-আলোয় উঠেছে ভাসি,
প্রথম ব্যথার প্রথম বাঁশি
বাজে দিগন্তে কী সন্ধানে শেষের গানে॥
আজি দিনান্তে মেঘের মায়া
সে আঁখিপাতার ফেলেছে ছায়া॥
খেলায় খেলায় যে কথাখানি
চোখে চোখে যেত বিজলি হানি
সেই প্রভাতের নবীন বাণী
চলেছে রাতের স্বপন-পানে শেষের গানে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
	পাঠভেদ:
	 
                  
	আজি দিনান্তে মেঘের মায়া    [স্বরবিতান (জ্যৈষ্ঠ ১৩৪৯)]
                  
	আজি দিগন্তে মেঘের মায়া     [গীতবিতান (শ্রাবণ ১৩৩৯)]
তথ্যানুসন্ধান
		ক. রচনাকাল ও স্থান:  ১৩৩২ 
		বঙ্গাব্দের ১২ই চৈত্র থেকে ২৭ চৈত্র পর্যন্ত, শান্তিনিকেতনে থাকা অবস্থায় 
		রবীন্দ্রনাথ মোট ১৯টি গান রচনা করেন।  এই ভিতরে এই গানটি রচনা করেন ২৫ 
		চৈত্র। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৪ বৎসর ১২ মাস।
 
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
বৈকালী [(১৩৮১ সংস্করণ)]
স্বরবিতান পঞ্চম (৫) খণ্ডের (ভাদ্র ১৪১৪) ৪১ সংখ্যক গান। পৃষ্ঠা : ১০৭-১০৮।
পত্রিকা:
প্রবাসী [শ্রাবণ (১৩৩৩ বঙ্গাব্দ)]
রেকর্ডসূত্র:
			প্রকাশের 
			কালানুক্রম: 
 
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
গানটি অনাদিকুমার দস্তিদারের কাছে রক্ষিত পাণ্ডুলিপি থেকে পাওয়া গেছে।
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চম (৫) খণ্ডের (ভাদ্র ১৪১৪) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।২।২ মাত্রা ছন্দে 'তেওরা' তালে নিবদ্ধ।
রাগ : কাফি। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৬৯]
রাগ : কাফি। তাল : তেওরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৭৯।
রাগ: কাফি। তাল: তেওরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৬।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।