বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: যাবার বেলা শেষ কথাটি যাও বলে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম ১৭৭
যাবার বেলা শেষ কথাটি যাও বলে,
কোন্খানে যে মন লুকানো দাও বলে॥
চপল লীলা ছলনাভরে বেদনখানি আড়াল করে,
যে বাণী তব হয় নি বলা নাও বলে॥
হাসির বাণে হেনেছ কত শ্লেষকথা,
নয়নজলে ভরো গো আজি শেষ কথা।
হায় রে অভিমানিনী নারী, বিরহ হল দ্বিগুণ ভারী
দানের ডালি ফিরায়ে নিতে চাও ব'লে॥
-
পাণ্ডুলিপির পাঠ:
- পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: বৈশাখ-আষাঢ় ১৩৩৪।
গানটি রবীন্দ্রনাথের ৬৬ বৎসর ১-২ মাসের মধ্যবর্তী বয়সকালের রচনা।
-
খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম (প্রেম
বৈচিত্র্য-১৫০)পর্যায়ের ১৭৭ সংখ্যক গান।
- শেষরক্ষা (১৩৩৫ বঙ্গাব্দ)। প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। ইন্দুর গান।
রবীন্দ্ররচনাবলী ঊনবিংশ (১৯) খণ্ড, (বিশ্বভারতী)। পৃষ্ঠা : ১৩৩।
-
স্বরবিতান দ্বিতীয় খণ্ডের (মাঘ ১৪১২) ৩৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৩২-৩৩।
[নমুনা]
- পত্রিকা:
- বসুমতী (আষাঢ় ১৩৩৪ বঙ্গাব্দ)। 'শেষ রক্ষা' নাটকের সাথে মুদ্রিত হয়েছিল।
- সঙ্গীতবিজ্ঞান প্রকাশিকা (জ্যৈষ্ঠ ১৩৩৭ বঙ্গাব্দ)। অনাদিকুমার
দস্তিদার-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
রেকর্ডসূত্র: নাই।
- প্রকাশের
কালানুক্রম:
- গ.সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি:
[নমুনা]
-
স্বরলিপিকার:
অনাদিকুমার দস্তিদার
[অনাদিকুমার
দস্তিদার-কৃত স্বরলিপির তালিকা] -
সুর ও তাল:
-
স্বরবিতান দ্বিতীয় খণ্ডে (সংস্করণ
মাঘ
১৪১২) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।২।২
মাত্রা ছন্দে 'তেওরা
তালে নিবদ্ধ।
[তেওরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- রাগ : মিশ্র মুলতানী। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়, ভি.ভি.
ওয়াঝলওয়ার, রবীন্দ্রনাথের প্রেমের গান, সংগীত-শিক্ষায়তন, বৈশাখ ১৩৯০],
পৃষ্ঠা ৭৯।
- রাগ :
মুলতান । তাল: তেওরা । [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা ৭৫।
- রাগ :
মুলতান। তাল: তেওরা। [রাগরাগিণীর এলাকায়
রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি,
জুলাই ২০০১], পৃষ্ঠা ১৩০।
- বিষয়াঙ্গ:
- সুরাঙ্গ:
- গ্রহস্বর: সা।
- লয়: মধ্য।