বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
বাজে করুণ সুরে হায় দূরে
পাঠ ও পাঠভেদ:
বাজে করুণ সুরে হায় দূরে
তব চরণতলচুম্বিত পন্থবীণা।
এ মম পান্থচিত চঞ্চল
জানি না কী উদ্দেশে॥
যূথীগন্ধ অশান্ত সমীরে
ধায় উতলা উচ্ছ্বাসে,
তেমনি চিত্ত উদাসী রে
নিদারুণ বিচ্ছেদের নিশীথে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
এটি একটি ভাঙা
গান। মূল গানটি ত্যাগরাজের রচিত।
মূল গান: কর্ণাটকী সিংহেন্দ্র মধ্যম।
ত্রিপাদ
নীদু চরণমূলে (রাম) ও
গতি অনিমিরত ন-ন্বিন বাড় নূরা
ও রাম
বেদ বেদান্ত বিবিতুড়য়ী-
বেগ উস্রী সর্বে সারাম
নীদু চরণমূলে।
পাপকর্ম পুণ্ডণ্টরায়ীন্দু
বাধ পড়নে ডালরা-
বেপগী ইধি নয়ীনরী
নেলুকো ত্যাগরাজ
বিনুতা রাম
নীদু (চরণমূলে)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৩৩৭
বঙ্গাব্দের
ফাল্গুনে
এই
গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
৬৯ বৎসর বয়সের রচনা।
[সূত্র
:
গীতবিতান কালানুক্রমিক সূচী।
প্রভাতকুমার মুখোপাধ্যায়]