শুভ মিলনলগনে বাজুক বাঁশি
মেঘমুক্ত গগনে জাগুক হাসি॥
কত দু:খে কত দূরে দূরে আঁধারসাগর ঘুরে ঘুরে
সোনার তরী তীরে এল ভাসি।
পূর্ণিমা-আকাশে জাগুক হাসি॥
ওগো পুরবালা,
আনো সাজিয়ে বরণডালা,
যুগলমিলনমহোৎসবে শুভ শঙ্খরবে
বসন্তের আনন্দ দাও উচ্ছ্বাসি।
পূর্ণিমা-আকাশে জাগুক হাসি॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩৪৫-৪৬
বঙ্গাব্দের মধ্যকার সময়ে এই
গানটি রচিত হয়। এই
বিচারে গানটি রবীন্দ্রনাথের
৭৭ বৎসর বয়সের রচনা।
[সূত্র :
গীতবিতান কালানুক্রমিক সূচী।
প্রভাতকুমার মুখোপাধ্যায়]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
নৃত্যনাট্য মায়ার খেলা, সপ্তম দৃশ্য,শান্তা ও স্ত্রীগণের যৌথ গান (পৌষ ১৩৪৫ বঙ্গাব্দ)। 'মায়ার খেলা' গীতিনাট্য থেকে নৃত্যনাট্যে রূপান্তরের সময় এতে আরো কিছু নতুন গান যুক্ত করা হয়; এর মধ্যে এই গানটি অন্তর্ভূক্ত ছিল।
স্বরবিতান একষষ্টিতম (৬১) খণ্ডের (আশ্বিন ১৪১৩ বঙ্গাব্দ) ৯ সংখ্যক গান। পৃষ্ঠা ২৫-২৭।
পত্রিকা:
বিশ্বভারতী পত্রিকা (শ্রাবণ-আশ্বিন ১৩৬৫ বঙ্গাব্দ)।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার:
শৈলজারঞ্জন মজুমদার।
[
শৈলজারঞ্জন মজুমদার-কৃত
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
সুর ও তাল:
স্বরবিতান একষষ্টিতম (৬১)
খণ্ডের (আশ্বিন
১৪১৩
বঙ্গাব্দ)
গৃহীত গানটির
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিটি ৩।৩
মাত্রা ছন্দে
দাদরা
তালে নিবদ্ধ।
[দাদরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
স্বরবিতান একষষ্টিতম (৬১) খণ্ডের ২৭ পৃষ্ঠায় এই গানটির তাল সম্বন্ধে বলা হয়েছে যে, এই গানটি ২।৪ ছন্দ অর্থাৎ ষষ্ঠী তালেও গাওয়া চলে।
রাগ : মিশ্র সাহানা। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮০]
রাগ : কানাড়া। তাল : দাদরা/ষষ্ঠী। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৭৮।
রাগ: গৌড়মল্লার। তাল: দাদরা, ষষ্ঠী। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৬।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।