সে যে পাশে এসে বসেছিল, তবু জাগি নি।
কী ঘুম তোরে পেয়েছিল হতভাগিনী॥
এসেছিল নীরব রাতে, বীণাখানি ছিল হাতে―
স্বপন-মাঝে বাজিয়ে গেল গভীর রাগিণী॥
জেগে দেখি দখিন-হাওয়া, পাগল করিয়া
গন্ধ তাহার ভেসে বেড়ায় আঁধার ভরিয়া।
কেন আমার রজনী যায়, কাছে পেয়ে কাছে না পায়―
কেন গো তার মালার পরশ বুকে লাগে নি॥
পাণ্ডুলিপির পাঠ: একাধিক পাণ্ডুলিপিতে গানটি পাওয়া যায়। যেমন-
Ms. 357। [পাণ্ডুলিপি]
[পাণ্ডুলিপি 357]
[পাণ্ডুলিপি
478]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৩১৭
বঙ্গাব্দের
১২ বৈশাখ বোলপুরে
এই
গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
৭৬ বৎসর ৩ মাস বয়সের রচনা।
[সূত্র:
স্বরবিতান অষ্টাস্ত্রিংশ
(৩৮) খণ্ড
(বৈশাখ ১৪১৫ বঙ্গাব্দ)]
পত্রিকা:
প্রবাসী (বৈশাখ ১৩৩৩ বঙ্গাব্দ)।
রেকর্ডসূত্র:
প্রকাশের কালানুক্রম:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি
স্বরলিপিকার:
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: পা।
লয়: মধ্য।