স্বপ্নমদির নেশায় মেশা এ উন্মত্ততা
জাগায় দেহে মনে একি বিপুল ব্যথা॥
বহে মম শিরে শিরে একি দাহ, কী প্রবাহ,
চকিতে সর্বদেহে ছুটে তড়িৎলতা॥
ঝড়ের পবনগর্জে হারাই আপনায়
দুরন্তযৌবনক্ষুব্ধ অশান্ত বন্যায়।
তরঙ্গ উঠে প্রাণে দিগন্তে কাহার পানে―
ইঙ্গিতের ভাষায় কাঁদে নাহি নাহি কথা॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ: একই সুরে আরেকটি গান হল 'দেখা না দেখায় মেশা'।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩৪২ বঙ্গাব্দের ১৫ মাঘ শান্তিনিকেতনে এই গানটি রচিত হয়। এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ৭৪ বৎসর নয় মাস বয়সের রচনা। [গীতবিতান কালানুক্রমিক সূচী, প্রভাতকুমার মুখোপাধ্যায়]
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ: