বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
এবার উজাড় করে লও হে আমার
যা-কিছু সম্বল।
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম (প্রেম বৈচিত্র্য-৩৩) পর্যায়ের ৬০ সংখ্যক গান।
এবার উজাড় করে লও হে আমার যা-কিছু সম্বল।
ফিরে চাও, ফিরে চাও, ফিরে চাও ওগো চঞ্চল॥
চৈত্ররাতের বেলায় নাহয় এক প্রহরের খেলায়
আমার স্বপনস্বরূপিণী প্রাণে দাও পেতে অঞ্চল॥
যদি এই ছিল গো মনে,
যদি পরম দিনের স্মরণ ঘুচাও চরম অযতনে,
তবে ভাঙা খেলার ঘরে নাহয় দাঁড়াও ক্ষণেক-তরে-
সেথা ধুলায় ধুলায় ছড়াও হেলায় ছিন্ন ফুলের দল॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ: পাঠভেদ আছে।
এবার উজাড় করে লও হে
আমার যা-কিছু সম্বল
:স্বরবিতান-২ (আশ্বিন ১৩৪৩)
উজাড় ক'রে লও হে
আমার সকল সম্বল
:গীতবিতান (শ্রাবণ ১৩৪৩)
ফিরে চাও, ফিরে চাও, ফিরে চাও
ওগো চঞ্চল
:স্বরলিপি, স্বরবিতান-২ (আশ্বিন ১৩৪৩)
শুধু ফিরে চাও ফিরে চাও ফিরে চাও
ওহে চঞ্চল
: গীতবিতান (শ্রাবণ ১৩৩৯)
শুধু ফিরে চাও ফিরে চাও ফিরে চাও
ওগো চঞ্চল
:কথার অংশ, স্বরবিতান (শ্রাবণ ১৩৩৯)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
৩১ চৈত্র ১৩৩১ বঙ্গাব্দ। [১৩২ এপ্রিল ১৯১৫ খ্রিষ্টাব্দ]। শান্তিনিকেতন।
[সূত্র স্বরবিতান-২]
১৩৩১
বঙ্গাব্দের চৈত্র মাস ছিল ৩০ দিনে। সম্ভবত এই তারিখটি হবে ১ বৈশাখ ১৩৩১
বঙ্গাব্দ।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
শোধবোধ (১৯২৬ খ্রিষ্টাব্দ)। তৃতীয় দৃশ্য, নলিনীর গান। রবীন্দ্ররচনাবলী সপ্তদশ (১৭) খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ৮৫।
স্বরবিতান প্রথম খণ্ডের (সংস্করণ ভাদ্র ১৪১৩) ১৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৫-৫৬।
পত্রিকা:
বার্ষিক বসুমতী (১৩৩২ বঙ্গাব্দ)। শোধবোধ নাটকের গৃহীত গান হিসাবে মুদ্রিত হয়েছিল।
সঙ্গীতবিজ্ঞান-প্রকাশিকা (আশ্বিন ১৩৩৪)। অনাদিকুমার দস্তিদার-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি: [নমুনা]
স্বরলিপিকার:
অনাদিকুমার দস্তিদার
[অনাদিকুমার
দস্তিদার-কৃত স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান দ্বিতীয় (২) খণ্ডে (মাঘ ১৪১২) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত উক্ত স্বরলিপিটি ৪।৪ ছন্দে 'কাহারবা' তালে নিবদ্ধ।
রাগ : দেশ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭১]
রাগ: দেশ। তাল: ত্রিতাল [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৮]।
গ্রহস্বর: ণ্সা।
লয়: দ্রুত।