বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: মধ্যদিনে যবে গান
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
প্রকৃতি (গ্রীষ্ম-৭) পর্যায়ের ১৬ সংখ্যক গান।
মধ্যদিনে যবে গান
বন্ধ করে পাখি,
হে রাখাল, বেণু তব
বাজাও একাকী॥
প্রান্তরপ্রান্তের কোণে
রুদ্র বসি তাই শোনে,
মধুরের-স্বপ্নাবেশে
ধ্যানমগন-আঁখি-
হে রাখাল, বেনু যবে
বাজাও একাকী॥
সহসা উচ্ছ্বসি উঠে
ভরিয়া আকাশ
তৃষাতপ্ত বিরহের
নিরুদ্ধ নিশ্বাস।
অম্বরপ্রান্তে যে দূরে
ডম্বরু গম্ভীর সুরে
জাগায় বিদ্যুতছন্দে
আসন্ন বৈশাখী-
হে রাখাল, বেনু যবে
বাজাও একাকী॥
-
পাণ্ডুলিপির পাঠ:
- পাঠভেদ: পাঠভেদ আছে :
প্রান্তর প্রান্তের কোণে....
মধুরের স্বপ্নাবেশে
ধ্যানমগন আঁখি
: স্বরবিতান-২ (আশ্বিন ১৩৪৩)
শান্ত প্রান্তের কোণে....
মধুরের ধ্যানাবেশে
ধ্যানমগন আঁখি
: গীতবিতান (শ্রাবণ ১৩৩৯)
- তথ্যানুসন্ধান:
-
ক. রচনাকাল ও স্থান: ২০ ফাল্গুন ১৩৩৩ বঙ্গাব্দ। শান্তিনিকেতন
গানটি রবীন্দ্রনাথের ৬৫ বৎসর ১০ মাস বয়সের রচনা।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।
প্রকৃতি (গ্রীষ্ম-৭) পর্যায়ের ১৬ সংখ্যক গান।
- নটরাজ (১৩৩৮ বঙ্গাব্দ)। মাধুরীর ধ্যান। গান। রবীন্দ্ররচনাবলী
অষ্টাদশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ২০৫।
-
স্বরবিতান দ্বিতীয় খণ্ডের (মাঘ ১৪১২) ২৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৮০-৮২[নমুনা:
মূল,
সুরান্তর]
- পত্রিকা:
- বিচিত্রা (আষাঢ় ১৩৩৪ বঙ্গাব্দ)। মাধুরীর ধ্যান।
গান। নটরাজ-ঋতুরঙ্গশালা'র সাথে প্রকাশিত হয়েছিল।
- গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: