বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
বসন্ত, তোর শেষ ক’রে দে,
পাঠ ও পাঠভেদ: গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
বসন্ত, তোর শেষ ক’রে দে, শেষ ক’রে দে রঙ্গ―
ফুল ফোটাবার খ্যাপামি, তার উদ্দামতরঙ্গ॥
উড়িয়ে দেবার ছড়িয়ে দেবার মাতন তোমার থামুক এবার,
নীড়ে ফিরে আসুক তোমার পথহারা বিহঙ্গ॥
তোমার সাধের মুকুল কতই পড়ল ঝ’রে―
তারা ধুলা হল, তারা ধুলা দিল ভ’রে।
প্রখর তাপে জরোজরো ফল ফলাবার সাধন ধরো,
হেলাফেলার পালা তোমার এই বেলা হোক ভঙ্গ॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাঠ পাওয়া যায় নি।
পাঠভেদ
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
এই গানটি রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায়। ১৩২৬
বঙ্গাব্দে রবীন্দ্রনাথ রাজা নাটককে অভিনয়যোগ্য করার উদ্যোগ
নেন এবং এই সূত্রে তিনি রচনা করেন অরূপরতন । এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল
১৩২৬ বঙ্গাব্দের মাঘ মাসে। এই গ্রন্থে
রবীন্দ্রনাথ এই গানটি-সহ মোট ৮টি নতুন গান যুক্ত করেছিলেন। সঙ্গত কারণেই ধারণা করা হয়,
এই গানগুলো তিনি রচনা করেছিলেন ১৩২৬ বঙ্গাব্দের মাঘের মাসের আগে। এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল ৫৮ বৎসর।
[
রবীন্দ্রনাথের ৫৮ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ক.
ঙ. স্বরলিপিকার :
দিনেন্দ্রনাথ ঠাকুর।
চ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: