বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম: চলে যায় মরি হায়
বসন্তের দিন
পাঠ ও পাঠভেদ:
চলে যায় মরি হায় বসন্তের দিন।
দূর শাখে পিক ডাকে বিরামবিহীন॥
অধীর সমীর -ভরে উচ্ছ্বসি বকুল ঝরে,
গন্ধ-সনে হল মন সুদূরে বিলীন॥
পুলকিত আম্রবীথি ফাল্গুনেরই তাপে,
মধুকরগুঞ্জরনে ছায়াতল কাঁপে।
কেন আজি অকারণে সারা বেলা আনমনে
পরানে বাজায় বীণা কে গো উদাসীন॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
শ্রাবণ ১৩৩৬ বঙ্গাব্দ।
গানটি রবীন্দ্রনাথের ৬৮ বৎসর ৩ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। প্রকৃতি (উপ-বিভাগ : বসন্ত ৬০) পর্যায়ের ২৪৭ সংখ্যক গান।
নবীন (ফাল্গুন ১৩৩৭ বঙ্গাব্দ)। দ্বিতীয় পর্ব, দ্বিতীয় গান। রবীন্দ্ররচনাবলী দ্বাবিংশ খণ্ড (বিশ্বভারতী, আষাঢ় ১৩৯৩)। পৃষ্ঠা ৭৬।
বনবাণী গ্রন্থে পুনরায় প্রকাশ (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)।
স্বরবিতান পঞ্চম (৫) খণ্ডের (ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ) ২৭ সংখ্যক গান। পৃষ্ঠা ৬৫-৬৭।
পত্রিকা:
সঙ্গীতবিজ্ঞান (শ্রাবণ ১৩৩৯ বঙ্গাব্দ)।