হৃদয়-আবরণ খুলে
গেল তোমার পদপরশে হরষে ওহে দয়াময়।
অন্তরে
বাহিরে হেরিনু তোমার
লোকে লোকে, দিকে দিকে, আঁধারে আলোকে, সুখে দুখে–
হেরিনু হে ঘরে পরে, জগতময়,
চিত্তময়॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ: গানটি ৫৮৯ সংখ্যক 'এ কী করুণা করুণাময়' (গীতবিতান ১। পূজা ৪৬১) গানের আদিরূপ।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
রবীন্দ্রনাথ ১৩০৩
বঙ্গাব্দের শ্রাবণ মাসের ১৪ থেকে ২৯ তারিখের মধ্যে কলকাতায় থাকাকালে এই
গানটি-সহ মোট ৯টি গান রচনা করেন।
এই সময়ে রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৫ বৎসর ৩-৪ মাস।
[
৩৫ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: পূজা ও প্রার্থনা ৮১, পৃষ্ঠা: ৮৫৭। [নমুনা]
প্রবাহিণী (বঙ্গাব্দ)।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
ভাঙা গান:এটি একটি
ভাঙা গান।
RBVBMS 426 (i)
পাণ্ডুলিপিতে মূল গানটির পংক্তির ফাঁকে কথা বসিয়ে, গানটির বাণী অংশ
তৈরি করেছিলেন।
স্বরলিপি: স্বরলিপি নাই।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ: