বিষয়:
রবীন্দ্রসঙ্গীত। শিরোনাম:
দূরে কোথায় দূরে
দূরে
দূরে কোথায় দূরে
দূরে
আমার
মন বেড়ায় গো ঘুরে ঘুরে।
যে বাঁশিতে বাতাস কাঁদে সেই
বাঁশিটির সুরে সুরে
॥
যে পথ সকল দেশ পারায়ে
উদাস হয়ে যায় হারায়ে
সে পথ বেয়ে
কাঙাল পরান যেতে
চায় কোন্ অচিন পুরে
॥
স্বরবিতান দ্বিপঞ্চাশত্তম
(৫২) খণ্ডে (পৌষ ১৪১২) গৃহীত গানটির স্বরলিপিতে
রাগ-তালের উল্লেখ নেই। স্বরলিপিটি ৪ মাত্রায় বিন্যস্ত হলেও ছন্দ-বিভাজন চিহ্ন নেই।
গানটির স্থায়ী ৪ মাত্রা ছন্দে তালের যদি টানা হয়েছে। অন্তরার ছন্দোবিভাজনও স্থায়ীর
অনুরূপ।