সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত—
স্বর্ণে রত্নে শোভন লোভন জানি, বর্ণে বর্ণে রচিত॥
খড়্গ তোমার আরো মনোহর লাগে বাঁকা বিদ্যুতে আঁকা সে
গরুড়ের পাখা রক্ত রবির রাগে যেন গো অস্ত-আকাশে॥
জীবনশেষের শেষজাগরণসম ঝলসিছে মহাবেদনা-
নিমেষে দহিয়া যাহা-কিছু আছে মম তীব্র ভীষণ চেতনা।
সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত-
খড়্গ তোমার, হে দেব বজ্রপাণি, চরম শোভায় রচিত॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
নিমেষে
দহিয়া যাহা-কিছু
:
সঙ্গীত-গীতাঞ্জলি (১৯২৭)
নিমেষে
দাহিছে যাহা-কিছু
: গীতবিতান
(আশ্বিন ১৩৩৮)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ২৫ জুন ১৯১২ খ্রীষ্টাব্দ, ১১ আষাঢ় ১৩১৯ বঙ্গাব্দ, The Health 2 Holford Road Hamstead। রবীন্দ্রনাথের ৫১ বৎসর ২ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতিমাল্য
(১৩২১ বঙ্গাব্দ)। ৩০ সংখ্যক গান।
রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী), পৃষ্ঠা ১৫৭।
সঙ্গীত-গীতাঞ্জলি (১৯২৭ খ্রী: )। ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপি-সহ-মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান দ্বিচত্বারিংশ (৪২) খণ্ড (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩), গান সংখ্যা: ৩৫, পৃষ্ঠা ১০৪-০৫।
GITANJALI (Song offerings) । নোবেল পুরস্কারপ্রাপ্ত গীতাঞ্জলি (১৯১২ খ্রীষ্টাব্দ)। ৫৩ সংখ্যক গান।
ইংরেজী গীতাঞ্জলি'তে রবীন্দ্রনাথ-কৃত অনুবাদ :
Beautiful is thy
wristlet, decked with stars and cunningly wrought in
myriad-coloured
It quivers like the one last response of like in ecstasy of
pain at the final stroke of
Beautiful is thy wristlet, decked with starry gems; but thy
sword, O lord of thunder, is
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম: গানটি
রবীন্দ্রনাথের ৫৩ বৎসর বয়সে প্রথম প্রকাশিত হয়েছিল।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]। সঙ্গীত-গীতাঞ্জলি থেকে স্বরবিতান দ্বিচত্বারিংশ (৪২) খণ্ড (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩)-এ গৃহীত হয়।
স্বরলিপিকার: ভীমরাও শাস্ত্রী।
সুর ও তাল:
স্বরবিতান দ্বিচত্বারিংশ (৪২) খণ্ডে (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে 'কাহারবা' তালে নিবদ্ধ।
রাগ : ইমন। তাল : কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮২।
রাগ: ইমন। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪২।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: সা।
লয়: অতি দ্রুত।