বিষয়: 
		রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা: 
		
		শিরোনাম: 
		
যদি প্রেম দিলে না প্রাণে
		পাঠ ও পাঠভেদ:
		
যদি প্রেম দিলে না প্রাণে
কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে ?।
কেন তারার মালা গাঁথা,
কেন ফুলের শয়ন পাতা,
কেন দখিন-হাওয়া গোপন কথা জানায় কানে কানে ?।
যদি প্রেম দিলে না প্রাণে
কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে ?
তবে ক্ষণে ক্ষণে কেন
আমার হৃদয় পাগল-হেন
তরী সেই সাগরে ভাসায় যাহার কূল সে নাহি জানে ?।
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 229 [নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
	
	২৮ আশ্বিন ১৩২০।
	
	শান্তিনিকেতন।  গানটি 
রবীন্দ্রনাথের ৫২ বৎসর ৬ বয়সের রচনা।
 
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
ওদের কথায় ধাঁদা লাগে [পূজা-২৯০] [তথ্য]