বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
লহো লহো তুলে লহো নীরব বীণাখানি
পাঠ ও পাঠভেদ:
লহো লহো তুলে লহো নীরব বীণাখানি,
তোমার নন্দননিকুঞ্জ হতে সুর দেহো তায় আনি
ওহে সুন্দর হে সুন্দর।
আঁধার বিছায়ে আছি রাতের আকাশে
তোমারি আশ্বাস॥
তারায় তারায় জাগাও তোমার আলোক-ভরা বাণী
ওহে সুন্দর হে সুন্দর॥
পাষাণ আমার কঠিন দুখে তোমায় কেঁদে বলে,
'পরশ দিয়ে সরস করো, ভাসাও অশ্রুজলে
ওহে সুন্দর হে সুন্দর।'
শুষ্ক যে এই নগ্ন মরু নিত্য মরে লাজে
আমার চিত্তমাঝে,
শ্যামল রসের আঁচল তাহার বক্ষে দেহো টানি
ওহে সুন্দর হে সুন্দর॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: সুন্দর নাটকের জন্য রচিত। রচনা ১৩৩১ গানটি রবীন্দ্রনাথের ৬৩ বৎসর বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
ঋতু-উৎসব [বিশ্বভারতী। ১৩৩৩ বঙ্গাব্দ। সুন্দর। গান ২০। পৃষ্ঠা: ১৪০-১৪১][নমুনা প্রথমাংশ, শেষাংশ]
গীতবিতান পূজা (উপ-বিভাগ : সুন্দর-১৩) পর্যায়ের ৫২৮ সংখ্যক গান ।
সুন্দর (রচনা ১৩৩২)।
শাপমোচন (১৩৩৬ সালের প্রথম নৃত্যাভিনয়ে ব্যবহৃত গান)।
স্বরবিতান একত্রিংশ (৩১) খণ্ডের (বিশ্বভারতী, পৌষ ১৪১২) ১০ সংখ্যক গান, পৃষ্ঠা ৩৯-৪১।
স্বরলিপি-সংবলিত শাপমোচন (বিশ্বভারতী, আষাঢ় ১৪১৩) ১৪ সংখ্যক গান, বাণী অংশ পৃষ্ঠা ১৫, স্বরলিপি অংশ পৃষ্ঠা ৫৭-৫৯।
পত্রিকা:
শান্তিনিকেতন পত্রিকা (ফাল্গুন ১৩৩২)। অনাদিকুমার দস্তিদার-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
রেকর্ডসূত্র:
প্রকাশের কালানুক্রম: গানটি রবীন্দ্রনাথের ৬৩ বৎসর ১০ মাস বয়সে প্রথম প্রকাশিত হয়েছিল। 'সুন্দর' নাটকের ১৩৩২ সালের সংস্করণে গানটি ছিল কিন্তু মাঘ তারিখে অভিনয়কালে গানটি বর্জিত হয়। [সূত্র: গীতবিতান কালানুক্রমিক সূচী/প্রভাতকুমার মুখোপাধ্যায়]
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি:
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার।
সুর ও তাল:
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন দেখানো হয়েছে, ৩।২।২ ছন্দ ; অর্থাৎ তালটি তেওরা হিসাবে গণ্য করা যেতে পারে।
রাগ: কীর্তন। তাল: তেওরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৭৭।
রাগ: কীর্তন। তাল: তেওরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৪।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: র্সা।
লয়: মধ্য।