বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা:
শিরোনাম: হার মানালে গো, ভাঙিলে অভিমান হায় 
			হায়।
 পাঠ ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: 
	পূজা : ৫৬৯ 
	
	
		
			হার মানালে গো, ভাঙিলে অভিমান হায় 
			হায়।
			ক্ষীণ হাতে জ্বালা ম্লান দীপের থালা
			হল খান্ খান্ হায় হায় ॥
			এবার তবে জ্বালো আপন তারার আলো,
			রঙিন ছায়ার এই গোধূলি হোক অবসান হায় হায় ॥
			এসো পারের সাথি-
			বইল পথের হাওয়া নিবল ঘরের বাতি।
			আজি বিজন বাটে, অন্ধকারের ঘাটে
			সব-হারানো নাটে এনেছি এই গান হায় হায়॥
		
	
		- পাণ্ডুলিপির পাঠ: 
		
- 
	 	 পাঠভেদ: 
- 
তথ্যানুসন্ধান:
	- ক. রচনাকাল ও স্থান: 
	২৭ চৈত্র 
	১৩৩২ 
। 
	রবীন্দ্রনাথের ৬৪ বৎসর 
১২ মাস বয়সের রচনা।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
		- গ্রন্থ
			- 
			
			গীতবিতান
			
			
				- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা 
				(উপ-বিভাগ : পথ-১১) পর্যায়ের ৫৬৯ সংখ্যক গান। 
 
- নটীর পূজা 
			- 
				
			প্রথম সংস্করণ [বিশ্বভারতী 
			(১৩৩৩
						
			বঙ্গাব্দ)। তৃতীয় অঙ্ক, শ্রীমতির গান।
  [নমুনা: 
			প্রথমাংশ,
	শেষাংশ]
- রবীন্দ্ররচনাবলী অষ্টাদশ খণ্ড 
			(বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৮৩।
 
- বৈকালী 
			- (১৩৮১ বঙ্গাব্দ)। 
			৩২ সংখ্যক গান। 
- রবীন্দ্ররচনাবলী চতুর্থ খণ্ড (পশ্চিমবঙ্গ সরকার)। 
			পৃষ্ঠা ৮১১।
 
- 
			স্বরবিতান 
			তৃতীয় (৩) খণ্ডের (মাঘ ১৪১২)  ৪ সংখ্যক গান। পৃষ্ঠা: 
			১৭-১৯।
 
- পত্রিকা: 
		
			- কালিকলম (শ্রাবণ ১৩৩৩ 
		বঙ্গাব্দ)। পৃষ্ঠা ২৫৪।
- মাসিক বসুমতী (বৈশাখ ১৩৩৩ বঙ্গাব্দ)। নটীর পূজা’র অন্তর্ভুক্ত হয়ে 
		প্রকাশিত হয়েছিল। শ্রীমতির গান।
 
- রেকর্ডসূত্র:
- প্রকাশের কালানুক্রম: 
 
 
- 
				গ.সঙ্গীতবিষয়ক 
	তথ্যাবলি:
	
					- স্বরলিপি:  [নমুনা:
					
					মূল স্বরলিপি] [সুরান্তর]
- স্বরলিপিকার:
					স্বরবিতান
					তৃতীয়
					খণ্ডের প্রথম সংস্করণে (আশ্বিন ১৩৪৩) এই গানটির স্বরলিপিটি ছিল
					দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত। 
					
					স্বরবিতান
					তৃতীয়
			খণ্ডের সর্বশেষ সংস্করণ (অগ্রহায়ণ ১৩৭৭) এই স্বরলিপিটির অংশবিশেষ পরে পাঠান্তর 
		হিসেবে সুরভেদ ছন্দোভেদ পত্রে যুক্ত হয়েছে। [পৃষ্ঠা: ১৫৮] মূল স্বরলিপিটি 
		অনাদিকুমার দস্তিদারের সম্পাদিত।
 [দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- 
		সুর ও তাল:
		- 
		স্বরবিতান
		
		তৃতীয়(৩)	খণ্ডে (মাঘ ১৪১২)গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ ছন্দে
		কাহারবা তালে নিবদ্ধ।
 [কাহারবা তালে নিবদ্ধ গানের তালিকা]
- রাগ : ইমন। তাল : কাহারবা। [রবীন্দ্রসংগীত: 
		রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], 
		
		
		
		পৃষ্ঠা: ৮৪। 
- 
		
		রাগ: 
		ইমন কল্যান। 
		তাল: 
		কাহারবা।
		[রাগরাগিণীর এলাকায় 
		রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত 
		আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪৫।
 
- 
বিষয়াঙ্গ:
- 
সুরাঙ্গ:
					
- 
					গ্রহস্বর: সা।  
					
- 
লয়: