জয় ভৈরব, জয় শঙ্কর !
জয় জয় প্রলয়ঙ্কর, শঙ্কর শঙ্কর ॥
জয় সংশয়ভেদন, জয় বন্ধনছেদন,
জয় সঙ্কটসংহর শঙ্কর শঙ্কর ॥
তিমিরহৃদ্বিদারণ জলদগ্নিনিদারণ,
মরুশ্মশানসঞ্চর শঙ্কর শঙ্কর !
বজ্রঘোষবাণী, রুদ্র, শূলপাণি,
মৃত্যুসিন্ধুসন্তর শঙ্কর শঙ্কর ॥
গীতবিতানের পূজা (উপ-বিভাগ : শেষ-২৬) পর্যায়ের ৬০৯ সংখ্যক গান।
মুক্তধারা (বৈশাখ ১৩২৯ বঙ্গাব্দ)। প্রথম অংশ ভৈরবী মন্ত্রে দীক্ষিত সন্ন্যসীদের গান।রবীন্দ্ররচনাববলী চতুর্দশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৮৭। দ্বিতীয় অংশ, রবীন্দ্ররচনাবলী'র একই খণ্ডের ১৯৪ পৃষ্ঠায় মুদ্রিত। ২০৪ পৃষ্ঠায় পুনরায় অর্ধাংশ মুদ্রিত হয়েছে।
স্বরবিতান দ্বিপঞ্চাশত্তম (৫২) খণ্ডের ১৯ সংখ্যক গান। পৃষ্ঠা ৪৬-৪৭।
পত্রিকা:
প্রবাসী (বৈশাখ ১৩২৯ বঙ্গাব্দ)। মুক্তধারা নাটকের সাথে মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান-৫২'তে গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন দেখানো হয়েছে, টানা ৬ মাত্রার ছন্দ ; এটি একটি রবীন্দ্রনাথের প্রবর্তিত তাল। রবীন্দ্রনাথ এ তালটির কোনো নামকরণ করে যাননি।
গ্রহস্বর-সা।