বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
আজি এ ভারত লজ্জিত হে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: স্বদেশ:
৩৮
আজি এ ভারত লজ্জিত হে,
হীনতাপঙ্কে মজ্জিত হে॥
নাহি
পৌরুষ,
নাহি বিচারণা,
কঠিন তপস্যা,
সত্যসাধনা—
অন্তরে বাহিরে ধর্মে কর্মে সকলই ব্রহ্মবিবার্জিত হে॥
ধিককৃত লাঞ্ছিত পৃথী’পরে, ধূলিবিলুণ্ঠিত সুপ্তিভরে—
রুদ্র,
তোমার নিদারুণ বজ্রে করো তারে সহসা তর্জিত হে॥
পর্বতে প্রান্তরে নগরে গ্রামে জাগ্রত ভারত ব্রহ্মের নামে,
পুণ্যে বীর্যে অভয়ে অমৃতে হইবে পলকে সজ্জিত হে॥
- পাণ্ডুলিপর
পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায়
নি।
- পাঠভেদ:
পাঠান্তর আছে।
স্বরবিতান-৪৭ এর ১১০ পৃষ্ঠা মুদ্রিত পাঠানুসারে
নিচের
পাঠটি দেখানো হলো।
হইবে
পলকে সজ্জিত হে :
কাব্যগ্রন্থ ৮ (১৩১০)
হইবে পুলকে সর্জ্জিত
হে : গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
নিম্নোদধত অংশ
কাব্যগ্রন্থ
অষ্টম ভাগে নাই :-
ধিক্কৃত
লাঞ্ছিত পৃথ্বী-'পরে
ধূলিবিলুণ্ঠিত সুপ্তিভরে
;
রুদ্র,
তোমার নিদারুণ বজ্রে করো তারে সহসা তর্জিত হে॥
-
তথ্যানুসন্ধান
-
ক.
রচনাকাল ও স্থান:
১৩০৬
বঙ্গাব্দের ১১ মাঘ [বুধবার,
২৪
জানুয়ারি
১৯০০ খ্রিষ্টাব্দ] তারিখে,
সপ্ততিতম
সাংবৎসরিক মাঘোৎসবের
অনুষ্ঠিত হয়েছিল। এই উৎসবে সকাল ও
সন্ধ্যায় অনুষ্ঠিত উপাসনায় রবীন্দ্রনাথের রচিত মোট ২৩টি গান পরিবেশিত হয়েছিল।
এর ভিতরে 'মহাবিশ্বে মহাকাশে মহাকালে' গানটি পূর্বে রচিত। বাকি ২২টি গান এই
উৎসব উপলক্ষে রচিত। এর ভিতরে এই গানটি সান্ধ্যাকালীন অধিবেশনে পরিবেশিত হয়েছিল।
এই সময়ে রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৮ বৎসর ৮-৯ মাস।
[রবীন্দ্রনাথের
৩৮ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা] -
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
পত্রিকা:
-
তত্ত্ববোধনী
(ফাল্গুন ১৩০৬ বঙ্গাব্দ)।
ভূপালী-কাওয়ালি। পৃষ্ঠা:
১৮২ [নমুনা]
-
ভারতী (মাঘ ১৩০৬ বঙ্গাব্দ)।
সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
পৃষ্ঠা ৯০৬-০৮। [নমুনা]
-
পরিবেশনা: ১১ মাঘ ১৩০৬ বঙ্গাব্দের
সপ্ততিতম
সাংবাৎসরিক মাঘোৎসবের
সায়ংকালীন
উপাসনায় গানটি পরিবেশিত হয়।
-
গ . সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
সরলাদেবী।
- সুর ও তাল:
-
স্বরবিতান-৪৭ এ গৃহীত গানটির
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত
স্বরলিপিতে ছন্দোবিভাজন দেখানো হয়েছে,
৪।৪।৪।৪
ছন্দে তালে নিবদ্ধ।
-
রাগ-ভূপালী।
তাল-কাওয়ালি (তত্ত্ববোধিনী।
-
রাগ:
ভূপালী। তাল: ত্রিতাল
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা
। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৬]।
-
রাগ:
ভূপালী, ইমন। তাল: ত্রিতাল
। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫০।]
-
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত
-
সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
-
গ্রহস্বর:
সা।
-
লয়: দ্রুত।