বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: আজি এ ভারত লজ্জিত হে

পাঠ ও পাঠভেদ:

                      আজি এ ভারত লজ্জিত হে,

                      হীনতাপঙ্কে মজ্জিত হে

    নাহি পৌরুষ, নাহি বিচারণা,  কঠিন তপস্যা, সত্যসাধনা—

       অন্তরে বাহিরে ধর্মে কর্মে সকলই ব্রহ্মবিবার্জিত হে 

    ধিককৃত লাঞ্ছিত পৃথী’পরে,  ধূলিবিলুণ্ঠিত সুপ্তিভরে—

          রুদ্র, তোমার নিদারুণ বজ্রে করো তারে সহসা তর্জিত হে

    পর্বতে প্রান্তরে নগরে গ্রামে   জাগ্রত ভারত ব্রহ্মের নামে,

         পুণ্যে বীর্যে অভয়ে অমৃতে হইবে পলকে সজ্জিত হে