সতিমির রজনী, সচকিত সজনী, শূন্য নিকুঞ্জঅরণ্য।
কলয়িত মলয়ে, সুবিজন নিলয়ে বালা বিরহবিষণ্ণ॥
নীল আকাশে তারক ভাসে, যমুনা গাওত গান,
পাদপ মরমর, নির্ঝর-ঝরঝর,
কুসুমিত বল্লিবিতান।
তৃষিত নয়ানে বনপথপানে নিরখে ব্যাকুল বালা—
দেখ না পাওয়ে, আঁখ ফিরাওয়ে, গাঁথে বনফুলমালা!
সহসা রাধা চাহল সচকিত,
দূরে খেপল মালা—
কহল, সজনি, শুন বাঁশরি বাজে, কুঞ্জে আওল কালা।
চমকি গহন নিশি, দূর দূর দিশি বাজত বাঁশি সুতানে।
কণ্ঠ মিলাওল ঢলঢল যমুনা কলকল কল্লোলগানে।
ভনে ভানু— অব শুন গো কানু, পিয়াসিত গোপিনি
প্রাণ।
তোঁহার পীরিত বিমল অমৃতরস হরষে করবে পান॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
সরলার্থ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। এক্ষেত্রে দেখুন 'গহন কুসুমকুঞ্জ-মাঝে' -এর 'রচনাকাল ও স্থান' অংশ [তথ্য] (গহন কুসুমকুঞ্জ-মাঝে [ভানুসিংহঠাকুরের পদাবলী-৮])।
ভারতী
(প্রথম বর্ষ অষ্টম সংখ্যা)
পত্রিকার ফাল্গুন
সংখ্যায় রবীন্দ্রনাথের দুটি গান প্রকাশিত হয়েছিল। গান দুটি হলো—
'সখি
রে পিরীত বুঝাবে কে'
এবং 'সতিমির রজনী, সচকিত সজনী'।
এই বিচারে এই দুটি গানের প্রকাশকাল একই। উভয় গানের-ই রচনার যথার্থ
তারিখ জানা যায় না। গান দুটি প্রকাশের সময়. রবীন্দ্রনাথের বয়স ছিল—
১৬ বৎসর ১০ মাস। পত্রিকায় প্রকাশের স্থান-ক্রম অনুসারে—
'সখি
রে পিরীত বুঝাবে কে'
-এর স্থান আগে।
সখি রে পিরীত বুঝাবে কে।
(প্রথম বর্ষ অষ্টম সংখ্যা। ফাল্গুন ১২৮৪ বঙ্গাব্দ। পৃষ্ঠা : ৩৮০-৮১)
সতিমির রজনী, সচকিত সজনী।
(প্রথম বর্ষ অষ্টম সংখ্যা। ফাল্গুন ১২৮৪ বঙ্গাব্দ। পৃষ্ঠা : ৩৮১)।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম: গানটি
রবীন্দ্রনাথের ১৬ বৎসর ১০ মাস বয়সে প্রথম
প্রকাশিত
হয়েছিল।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি:
স্বরলিপিকার: ইন্দিরাদেবী চৌধুরানী।
রাগ : দেশ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়, ভি.ভি. ওয়াঝলওয়ার, রবীন্দ্রনাথের প্রেমের গান, সংগীত-শিক্ষায়তন, বৈশাখ ১৩৯০] পৃষ্ঠা : ৮১।
রাগ : দেশ, কীর্তন। তাল : ত্রিতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮০।
রাগ: দেশ (জয়ন্তী)। তাল : ত্রিতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪০।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।