মরম
বানান বিশ্লেষণ:
ম্+অ+র্+অ+ম্+অ+
উচ্চারণ:
[mə.rə.mə.]
[ম.র.ম]
শব্দ-উৎস:
বৈদিক মর্ম্ম>সংস্কৃত মর্ম্ম>বাংলা মর্ম (রেফ-এর সাথে ব্যঞ্জনের দ্বিত্ব বর্জন
সূত্রে)>মরম (স্বরাগমে)
পদ:
বিশেষ্য।
অর্থ: মর্ম্ম-এর বৈদিক অর্থ প্রাণস্থান। মধ্যযুগীয় বাংলায়
প্রাণস্বরূপ বা মন, হৃদয়।
সমার্থক শব্দাবলি:
রিঝ,
হৃদয়, মন
মরমে (মরম +এ)।
সমার্থক শব্দাবলি: হৃদয়ে, মনে।
উদাহরণ:
মরমে বহই বসন্তসমীরণ, মরমে ফুটই ফুল [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১।৮-৯]
বিগলিত মরম, চরণ খলিতগতি, শরম ভরম গয়ি দূর [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৭]
অরুণ নয়ন তব মরম-সঙে মম [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ২০। ৩]
মরমক
বানান বিশ্লেষণ:
ম্+অ+র্+অ+ম্+অ+ক্+অ
উচ্চারণ:
[mə.rə.mə.kʰə]
[ম.র.ম.ক]
শব্দ-উৎস: বাংলা মর্ম। যষ্ঠী বিভক্তিতে ক-এর আগম
অর্থ: মনের সাথে সম্পর্কিত।
সমার্থক শব্দাবলি: মনের, হৃদয়ের।
উদাহরণ