রিঝ
বানান বিশ্লেষণ: র্+ই+ঝ্+
উচ্চারণ: [ri.ɟʰ
ə] [রি.]।   [ə= তীর্যক অ]]
শব্দ-উৎস: সংস্কৃত হৃদ>ঋদ্ (হ বর্ণের লোপ)>রিজ> রিঝ (জ>ঝ)।
পদ: বিশেষ্য।
অর্থ:
যা ভাবকে হরণ করে, এই অর্থে হৃদয়। মনের অনুভূতি-গ্রহণ প্রক্রিয়ার ভিতর দিয়ে যে সহানুভূতিমূলক ভাবের উদয় হয়, তার অনুভবের কেন্দ্র হিসেবে হৃদয়কে বিবেচনা করা হয়। সেই বিচারে হৃদয় শুধুই মন বা চিত্ত নয়। হৃদয় হলো মনের সহানুভূতিমূলক ভাবের আধার।
সমার্থক শব্দাবলি:
হৃদয়, মন, মরম

রিঝ-মন-ভেদন

অর্থ: যা হৃদয় ও মনকে ভেদ করে।