বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১৬৮
শিরোনাম: দীন নির্ঝর, ক্ষীণ জলধারা


   পূরবী-একতালা
দীন নির্ঝর, ক্ষীণ জলধারা
ঝরে ঝর ঝর গিরি-অরণ্যে;
কে করে সন্ধান, অতি ক্ষুদ্র প্রাণ,
অতিশয় তুচ্ছ, অতি নগণ্যে!
অতিক্রমি’ যবে পাষাণের স্তূপে,
নেমে আসে ভীম-স্রোতস্বতী-রূপে,
প্লাবি’ দুই কূল;
এ বিশ্ব ব্যাকুল।
ছুটে আসে, ল’য়ে পিপাসা-দৈন্যে।
ক্ষুদ্র বীজ লয়ে হয় অঙ্কুরিত,
ভঙ্গুর, পেলব, ক্ষুদ্র, সঙ্কুচিত,
ক্রমে মহাবৃক্ষে হয়ে পরিণত,
ফল, পুষ্প, ছায়া বিতরে অন্যে।
যদিও এ বাহু নহে কর্ম্ম-ক্ষিপ্র,
তথাপি উদ্যম অবিচল, তীব্র,
বাধা পদে দলি’ ধীরে যাও চলি,’
বিপদে, সম্পদে স্মরি’ শরণ্যে।

প্রেক্ষাপট: পুঠিয়া বালিকা বিদ্যালয়ের  পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে রজনীকান্ত সেন দুটি গান রচনা করেছিলেন।  অপর গানটি হলো
                              সাঁঝে, একি এ হরষ কোলাহল [গান-২৭১] [তথ্য]
         [সূত্র: রজনীকান্তের গান। শান্তিলতা দেবী। দেশ, বিনোদন, ১৩৯১।]