বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২৭১
শিরোনাম: সাঁঝে, একি এ হরষ


সাঁঝে, একি এ হরষ কোলাহল!
নীল-গগন-তলে, তরল জ্যোতি জ্বলে,
ঢালি, এ হৃদয়ে, সুধা-লহরী-বিমল।
তন্দ্রা, ত্যজিয়া, উঠ অলসতা পরিহারি,’
তোরা না জাগিলে আর পোহাবে না বিভাবরী,
চাহি, ‘খনা’, ‘লীলাবতী’, তাই তোরা হ’য়ে, সতী,
স্তন্য-বিবেক পান করা অবিরল।
লক্ষ্ণী-রূপিণী তোরা, দেবতা তোরাই, মাগো,
সেদিন ভাঙ্গিবে ঘুম, যেদিন বলিবি ‘জাগো’;
তোদের প্রফুল্ল মুখ, দেখে ভ’রে ওঠে বুক,
মনে হয়, নভো বুঝি হ’ল নিরমল।
তোদের যতন শ্রম, শুধু আমাদেরি তরে,
শৈশবে সুশিক্ষা দিয়ে, লইতে মানুষ ক’রে।
আহা, যেন তাই হয়! হোক্ না তোদের জয়,
তোদের কুশলে হ’বে মোদের কুশল’।

প্রেক্ষাপট: পুঠিয়া বালিকা বিদ্যালয়ের  পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে রজনীকান্ত সেন দুটি গান রচনা করেছিলেন।  অপর গানটি হলো
                    
দীন নির্ঝর, ক্ষীণ জলধারা [গান-১৬৮] [তথ্য]
         [সূত্র: রজনীকান্তের গান। শান্তিলতা দেবী। দেশ, বিনোদন, ১৩৯১।]