বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২৮২
শিরোনাম: স্তূপীকৃত, গণন-রহিত


স্তুপীকৃত, গণন-রহিত
ধূলি, সিন্ধু-কূলে;
কোটি কীট করিছে বাস,
এক সূক্ষ্ম ধূলে।
কীট-দেহ-জনম-মৃত্যু,
নিমিষে কোটি, লক্ষ;
ভুঞ্জে দুঃখ, হরষ, রোষ
প্রীতি, ভীতি, সখ্য।
এই সূক্ষ্ম-কৌশল, রটে
যার জ্ঞান-বিন্দু;
নমি সে চির-প্রমাদ-শূন্য
চিৎ-স্বরূপ-সিন্ধু!

প্রেক্ষাপট: ১৩১৫ বঙ্গাব্দের ২১ অগ্রহায়ণ, বঙ্গীয়-সাহিত্য পরিষদের নবগৃহ প্রবেশের দিনে একটি অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের অনুরোধে রজনীকান্ত দুটি গান পরিবেশন করেন। এই গানটি ছাড়া অপর গানটি ছিল
                লক্ষ রূপে লক্ষ পূজা গ্রহণ করি’ ঘরে ঘরে [গান-২৫৮] [তথ্য]।
  ধারণা করা হয়, এই গান দুটি তিনি রবীন্দ্রনাথের অনুরোধ রক্ষার জন্য অল্প সময়ের ভিতরেই রচনা করেছিলেন।
         [সূত্র: রজনীকান্তের গান। শান্তিলতা দেবী। দেশ, বিনোদন, ১৩৯১।]