ভাষাংশকোরানের সূরা সূচি
পবিত্র
কোরআনুল করীম

১০১
সুরা কারোয়া


মক্কায় অবতীর্ণ : আয়াত ১১
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি

১. করাঘাতকারী,  
২.
করাঘাতকারী কি?  
৩. করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?   
৪. যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত  
৫. এবং পর্বতমালা হবে ধুনিত রঙন পশমের মত।  
৬. অতএব যার পাল্লা ভারী হবে,  
৭. সে সুখীজীবন যাপন করবে  
৮. আর যার পাল্লা হালকা হবে,  
৯. তার ঠিকানা হবে হাবিয়া।  
১০. আপনি জানেন তা কি?  
১১. প্রজ্জ্বলিতঅগ্নি  


১০২.
সুরা
তাকাসূর

মক্কায় অবতীর্ণ : আয়াত
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি

১. প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,  
২. এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।  
৩. এটা কখনও উচিত নয়। তোমরা সত্বরই জেনে নেবে।  
৪. অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।  
৫. কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।    
৬. তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,  
৭. অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,  
৮. এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।  


১০৩.
সুরা
আছর

মক্কায় অবতীর্ণ : আয়াত
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি

১. কসম যুগের,  
২. নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;  
৩. কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।  


১০৪.
সুরা
হুমাযাহ্

মক্কায় অবতীর্ণ : আয়াত
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লা
হ্‌র নামে শুরু করছি

১. প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ,  
২. যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে  
৩. সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!  
৪. কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।  
৫. আপনি কি জানেন, পিষ্টকারী কি?  
৬. এটা আল্লাহ্‌র প্রজ্জ্বলিত অগ্নি,  
৭. যা হৃদয় পর্যন্ত পৌছবে।  
৮. এতে তাদেরকে বেঁধে দেয়া হবে,  
৯. লম্বালম্বা খুঁটিতে।  


১০৫.
সুরা
ফীল

মক্কায় অবতীর্ণ : আয়াত
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লা
হ্‌র নামে শুরু করছি

১. আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?  
২. তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?  
৩. তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,  
৪. যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।  
৫. অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।


১০৬.
সুরা
কোরাইশ

মক্কায় অবতীর্ণ : আয়াত
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি

১. কোরায়েশের আসক্তির কারণে,   
২.
আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের।  
৩. অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার  
৪. যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।


১০৭.
সুরা
মাঊন

মক্কায় অবতীর্ণ : আয়াত
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লা
হ্‌র নামে শুরু করছি

১. আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যাবলে?   
২. সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়  
৩. এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।  
৪. অতএব দুর্ভোগ সেসব নামাযীর,  
৫. যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর;  
৬. যারা তা লোক-দেখানোর জন্য করে  
৭. এবং নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দেয় না।


১০৮.
সুরা
কাওসার

মক্কায় অবতীর্ণ : আয়াত
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লা
হ্‌র নামে শুরু করছি

১. নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি।  
২. অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন।  
৩. যে আপনার শত্রু, সে-ই তো লেজকাটা, নির্বংশ।


১০৯.
সুরা
কাফিরূন

মক্কায় অবতীর্ণ : আয়াত
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি

১. বলুন, হে কাফেরক,  
২. আমি এবাদত করিনা তোমরা যার এবাদত কর।  
৩. এবং তোমরাও এবাদতকারী নও যার এবাদত আমি করি  
৪. এবং আমি এবাদতকারী নই যার এবাদত তোমরা কর।  
৫. তোমরা এবাদতকারী নও যার এবাদত আমি করি।  
৬. তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।


১১০.
সুরা
নছর

দীনায় অবতীর্ণ : আয়াত
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি

১. যখন আসবে আল্লাহ্‌র সাহায্য ও বিজয়  
২. এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহ্‌র দ্বীনে প্রবেশ করতে দেখবেন,  
৩. তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।


১১১.
সুরা
লাহাব

মক্কায় অবতীর্ণ : আয়াত
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লা
হ্‌র নামে শুরু করছি

১. আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,  
২. কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।  
৩. সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে  
৪. এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,  
৫. তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।


১১২.
সুরা
এখলাছ

মক্কায় অবতীর্ণ : আয়াত
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি

১. বলুন, তিনি আল্লাহ, এক,  
২.
আল্লাহ অমুখাপেক্ষী,  
৩. তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি  
৪. এবং তার সমতল্য কেউ নেই।


১১৩.
সুরা
ফালাক্ব

মক্কায় অবতীর্ণ : আয়াত
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লা
হ্‌র নামে শুরু করছি

১. বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,   
২. তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,  
৩. অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,  
৪. গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিণীদের অনিষ্ট থেকে  
৫. এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।  


১১৪.
সুরা
নাস

মক্কায় অবতীর্ণ : আয়াত
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি

১. বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার  
২.
মানুষের অধিপতির,  
৩. মানুষের মা'বুদের  
৪. তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে,  
৫. যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে  
৬. জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।