ভাষাংশ।
কোরানের সূরা সূচি
পবিত্র
কোরআনুল করীম
৫৪.
সুরা আন-ক্বামার
মক্কায় অবতীর্ণ : আয়াত ৫৫
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে শুরু করছি।
১.
কেয়ামত আসন্ন,
চন্দ্র বিদীর্ণ হয়েছে।
২.
তারা যদি কোন নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে,
এটা তো চিরাগত জাদু।
৩.
তারা
মিথ্যারোপ করছে এবং নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করছে। প্রত্যেক কাজ যথাসময়ে
স্থিরীকৃত হয়।
৪.
তাদের কাছে
এমন সংবাদ এসে গেছে,
যাতে সাবধানবাণী রয়েছে।
৫.
এটা পরিপূর্ণ
জ্ঞান,
তবে সতর্ককারীগণ তাদের কোন উপকারে আসে
না।
৬.
অতএব,
আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। যেদিন আহবানকারী আহবান করবে এক
অপ্রিয় পরিণামের দিকে,
৭.
তারা তখন অবনমিত নেত্রে কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পংগপাল সদৃশ।
৮.
তারা আহবানকারীর দিকে দৌড়াতে থাকবে। কাফেরা বলবেঃ এটা কঠিন দিন।
৯.
তাদের পূর্বে নূহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল। তারা মিথ্যারোপ
করেছিল আমার বান্দা নূহের প্রতি এবং বলেছিলঃ এ তো উন্মাদ।
তাঁরা তাকে হুমকি প্রদর্শন করেছিল।
১০.
অতঃপর সে তার পালনকর্তাকে ডেকে বললঃ আমি অক্ষম,
অতএব, তুমি
প্রতিবিধান কর।
১১.
তখন আমি খুলে
দিলাম আকাশের দ্বার প্রবল বারিবর্ষণের মাধ্যমে।
১২.
এবং ভুমি থেকে প্রবাহিত করলাম প্রস্রবণ। অতঃপর সব পানি মিলিত হল এক
পরিকল্পিত
কাজে।
১৩.
আমি নূহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে।
১৪.
যা চলত আমার দৃষ্টি সামনে। এটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল,
যাকে প্রত্যখ্যান করা হয়েছিল।
১৫.
আমি একে এক
নিদর্শনরূপে রেখে দিয়েছি। অতএব,
কোন চিন্তাশীল আছে কি?
১৬.
কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
১৭.
আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে। অতএব,
কোন চিন্তাশীল আছে কি?
১৮.
আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল,
অতঃপর কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি ও
সতর্কবাণী।
১৯.
আমি তাদের
উপর প্রেরণ করেছিলাম ঝঞ্জাবায়ু এক চিরাচরিত অশুভ দিনে।
২০.
তা মানুষকে উৎখাত করছিল,
যেন তারা উৎপাটিত খর্জুর বৃক্ষের কাণ্ড।
২১.
অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
২২.
আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি। অতএব,
কোন চিন্তাশীল আছে কি?
২৩.
সামূদ
সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল।
২৪.
তারা বলেছিলঃ আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব?
তবে তো আমরা বিপথগামী ও বিকারগ্রস্থরূপে
গণ্য হব।
২৫.
আমাদের মধ্যে
কি তারই প্রতি উপদেশ নাযিল করা হয়েছে?
বরং সে একজন মিথ্যাবাদী,
দাম্ভিক।
২৬.
এখন
আগামীকল্যই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী,
দাম্ভিক।
২৭.
আমি তাদের
পরীক্ষার জন্য এক উষ্ট্রী প্রেরণ করব,
অতএব, তাদের
প্রতি লক্ষ্য রাখ এবং সবর কর।
২৮.
এবং তাদেরকে
জানিয়ে দাও যে,
তাদের মধ্যে পানির পালা নির্ধারিত হয়েছে
এবং পালাক্রমে উপস্থিত হতে হবে।
২৯.
অতঃপর তারা
তাদের সঙ্গীকে ডাকল। সে তাকে ধরল এবং বধ করল।
৩০.
অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
৩১.
আমি তাদের প্রতি একটিমাত্র নিনাদ প্রেরণ করেছিলাম। এতেই তারা হয়ে
গেল শুষ্ক শাখাপল্লব নির্মিত দলিত খোয়াড়ের ন্যায়।
৩২.
আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি। অতএব,
কোন চিন্তাশীল আছে কি?
৩৩.
লূত-সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল।
৩৪.
আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রচন্ড
ঘূর্ণিবায়ু;
কিন্তু লূত পরিবারের উপর নয়। আমি তাদেরকে
রাতের শেষপ্রহরে উদ্ধার করেছিলাম।
৩৫.
আমার পক্ষ
থেকে অনুগ্রহস্বরূপ। যারা কৃতজ্ঞতা স্বীকার করে,
আমি তাদেরকে এভাবে পুরস্কৃত করে থকি।
৩৬.
লূত (আঃ)
তাদেরকে আমার প্রচন্ড পাকড়াও সম্পর্কে সতর্ক করেছিল। অতঃপর তারা সতর্কবাণী সম্পর্কে
বাকবিতণ্ডা
করেছিল।
৩৭.
তারা লূতের (আঃ) কাছে তার মেহমানদেরকে দাবী করেছিল। তখন আমি তাদের
চক্ষু লোপ করে দিলাম। অতএব,
আস্বাদন কর আমার শাস্তি ও সতর্কবাণী।
৩৮.
তাদেরকে
প্রত্যুষে নির্ধারিত শাস্তি আঘাত হেনেছিল।
৩৯.
অতএব,
আমার শাস্তি ও সতর্কবাণী আস্বাদন কর।
৪০.
আমি কোরআনকে
বোঝবার জন্যে সহজ করে দিয়েছি। অতএব,
কোন চিন্তাশীল আছে কি?
৪১.
ফেরাউন সম্প্রদায়ের কাছেও সতর্ককারীগণ আগমন করেছিল।
৪২.
তারা আমার সকল নিদর্শনের প্রতি মিথ্যারোপ করেছিল। অতঃপর আমি
পরাভূতকারী,
পরাক্রমশালীর ন্যায় তাদেরকে পাকড়াও
করলাম।
৪৩.
তোমাদের
মধ্যকার কাফেররা কি তাদের চাইতে শ্রেষ্ঠ
? না
তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে?
৪৪.
না
তারা বলে যে,
আমারা এক অপরাজেয় দল?
৪৫.
এ দল তো সত্ত্বরই পরাজিত হবে এবং পৃষ্ঠপ্রদর্শন করবে।
৪৬.
বরং কেয়ামত তাদের প্রতিশ্রুত সময় এবং কেয়ামত ঘোরতর বিপদ ও
তিক্ততর।
৪৭.
নিশ্চয় অপরাধীরা পথভ্রষ্ট ও বিকারগ্রস্ত।
৪৮.
যেদিন তাদেরকে মুখ হিঁচড়ে টেনে নেয়া হবে জাহান্নামে,
বলা হবেঃ অগ্নির খাদ্য আস্বাদন কর।
৪৯.
আমি প্রত্যেক
বস্তুকে পরিমিতরূপে সৃষ্টি করেছি।
৫০.
আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মত।
৫১.
আমি তোমাদের সমমনা লোকদেরকে ধ্বংস করেছি,
অতএব, কোন চিন্তাশীল আছে কি?
৫২.
তারা যা কিছু করেছে,
সবই আমলনামায় লিপিবদ্ধ আছে।
৫৩.
ছোট ও বড়
সবই লিপিবদ্ধ।
৫৪.
খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে।
৫৫.
যোগ্য আসনে,
সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে।