ভাষাংশকোরানের সূরা সূচি
পবিত্র
কোরআনুল করীম

৮৪
সুরা আল্-ইন্‌শিক্বাক্ব


মক্কায় অবতীর্ণ : আয়াত ২৫
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লা নামে শুরু করছি

১. যখন আকাশ বিদীর্ণ হবে,  
২. ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত  
৩. এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে  
৪. এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।  
৫. এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।  
৬. হে মানুষ
, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।  
৭. যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে,  
৮. তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে  
৯. এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে  
১০. এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া হবে
,  
১১. সে মৃত্যুকে আহবান করবে,  
১২. এবং জাহান্নামে প্রবেশ করবে।    
১৩. সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।  
১৪. সে মনে করত যে
, সে কখনও ফিরে যাবে না।   
১৫. কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।
১৬. আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার  
১৭. এবং রাত্রির
, এবং তাতে যার সমাবেশ ঘটে  
১৮. এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,  
১৯. নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।  
২০. অতএব
, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?  
২১. যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।
২২. বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।  
২৩. তারা যা সংরক্ষণ করে
, আল্লাহ্ তা জানেন।  
২৪. অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।  
২৫. কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।


  ৮৫.
সুরা
আল-বুরূজ

মক্কায় অবতীর্ণ : আয়াত ২২
পরম করুণাময় ও অসীম দয়ালু
আল্লাহ্‌র নামে শুরু করছি

১. শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের,  
২. এবং প্রতিশ্রুত দিবসের,  
৩. এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়  
৪-৫. অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ, অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা;  
৬. যখন তারা তার কিনারায় বসেছিল।  
৭. এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল
, তা নিরীক্ষণ করছিল।  
৮. তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহ্‌র প্রতি বিশ্বাস স্থাপন করেছিল,  
৯. যিনি নভোমণ্ডল ও ভূমণ্ডলের ক্ষমতার মালিক, আল্লাহ্‌র সামনে রয়েছে সবকিছু।  
১০. যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা।  
১১. যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য।  
১২. নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।  
১৩. তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।  
১৪. তিনি ক্ষমাশীল
, প্রেমময়;  
১৫. মহান আরশের অধিকারী।  
১৬. তিনি যা চান
, তাই করেন।  
১৭. আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌঁছেছে কি?  
১৮. ফেরাউনের এবং সামূদের?  
১৯. বরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে।  
২০. আল্লাহ্ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন।  
২১. বরং এটা মহান কোরআন
,  
২২. লওহে মাহফুযে লিপিবদ্ধ।


  ৮৬.
সুরা
আত্ব-তারেক্ব্

মক্কায় অবতীর্ণ : আয়াত ১৭
পরম করুণাময় ও অসীম দয়ালু
আল্লাহ্‌র নামে শুরু করছি

১. শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর!  
২. আপনি জানেন
, যে রাত্রিতে আসে, সেটা কি?  
৩. সেটা এক উজ্জ্বল নক্ষত্র।  
৪. প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।  
৫. অতএব
, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।  
৬. সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।  
৭. এটা নির্গত হয় মেরুদণ্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।  
৮. নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।  
৯. যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে
,  
১০. সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।  
১১. শপথ চক্রশীল আকাশের  
১২. এবং বিদারনশীল পৃথিবীর  !
১৩. নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা  
১৪. এবং এটা উপহাস নয়।  
১৫. তারা ভীষণ চক্রান্ত করে
,
১৬. আর আমিও কৌশল করি।  
১৭. অতএব
, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন-কিছু দিনের জন্যে।


৮৭.
সুরা
আল-আ'লা

মক্কায় অবতীর্ণ : আয়াত ১৯
পরম করুণাময় ও অসীম দয়ালু
আল্লাহ্‌র নামে শুরু করছি

১. আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন,  
২. যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।  
৩. এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন  
৪. এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন
,  
৫. অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।  
৬. আমি আপনাকে পাঠ করাতে থাকব
, ফলে আপনি বিস্মৃত হবেন না  
৭. আল্লাহ্ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।  
৮. আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।  
৯. উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন
,  
১০. যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,  
১১. আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,  
১২. সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।  
১৩. অতঃপর সেখানে সে মরবেও না
, জীবিতও থাকবে না।  
১৪. নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়  
১৫. এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।
১৬. বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,   
১৭. অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।  
১৮. এটা লিখিত রয়েছে পূর্ববর্তী কিতাবসমূহে
;  
১৯. ইবরাহীম ও মূসার কিতাবসমূহে।