ভাষাংশকোরানের সূরা সূচি
পবিত্র
কোরআনুল করীম

৮৮
সুরা আল্-গাশিয়াহ


মক্কায় অবতীর্ণ : আয়াত ২৬
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লা নামে শুরু করছি

১. আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?  
২. অনেক মুখমণ্ডল সেদিন হবে লাঞ্ছিত
,  
৩. ক্লিষ্ট, ক্লান্ত।  
৪. তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।  
৫. তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।  
৬. ক
ণ্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।  
৭. এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।  
৮. অনেক মুখমন্ডল সেদিন হবে সজীব
,  
৯. তাদের কর্মের কারণে সন্তুষ্ট।  
১০. তারা থাকবে সুউচ্চ জান্নাতে।  
১১. তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।  
১২. তথায় থাকবে প্রবাহিত ঝরণা।  
১৩. তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।  
১৪. এবং সংরক্ষিত পানপাত্র  
১৫. এবং সারি সারি গালিচা
১৬. এবং বিস্তৃত বিছানো কার্পেট।  
১৭. তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে
, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে, তা  
১৮. এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?  
১৯. এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?  
২০. এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে?  
২১. অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,  
২২. আপনি তাদের শাসক নন,  
২৩. কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়,  
২৪. আল্লাহ্ তাকে মহা আযাব দেবেন।  
২৫. নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট
,  
২৬. অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।  


৮৯.
সুরা
আল-ফজর

মক্কায় অবতীর্ণ : আয়াত ৩০
পরম করুণাময় ও অসীম দয়ালু
আল্লাহ্‌র নামে শুরু করছি

১. শপথ ফজরের,  
২. শপথ দশ রাত্রির
, শপথ তার,  
৩. যা জোড় ও যা বিজোড়   
৪. এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে  
৫. এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে।  
৬. আপনি কি লক্ষ্য করেননি
, আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন,  
৭. যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং  
৮. যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি  
৯. এবং সামূদ গোত্রের সাথে
, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল।  
১০. এবং বহু কীলকের অধিপতি ফেরাউনের সাথে  
১১. যারা দেশে সীমালঙ্ঘন করেছিল।  
১২. অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল।  
১৩. অতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কশাঘাত করলেন।  
১৪. নিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি রাখেন।   
১৫. মানুষ এরূপ যে
, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন।
১৬. এবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন।  
১৭. এটা অমূলক, বরং তোমরা এতীমকে সম্মান কর না।  
১৮. এবং মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত কর না।  
১৯. এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল  
২০. এবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভালবাস।  
২১. এটা অনুচিত। যখন পৃথিবী চূর্ণ-বিচূর্ণ হবে  
২২. এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন
,  
২৩. এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?  
২৪. সে বলবেঃ হায়, এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম!  
২৫. সেদিন তার শাস্তির মত শাস্তি কেউ দিবে না।  
২৬. এবং তার বন্ধনের মত বন্ধন কেউ দিবে না।  
২৭. হে প্রশান্ত মন
,  
২৮. তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।  
২৯. অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও  
৩০. এবং আমার জান্নাতে প্রবেশ কর।


৯০.
সুরা
আল-বালাদ

মক্কায় অবতীর্ণ : আয়াত ২০
পরম করুণাময় ও অসীম দয়ালু
আল্লাহ্‌র নামে শুরু করছি

১. আমি এই নগরীর শপথ করি  
২. এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।  
৩. শপথ জনকের ও যা জন্ম দেয়।  
৪. নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।  
৫. সে কি মনে করে যে
, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?  
৬. সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি!  
৭. সে কি মনে করে যে
, তাকে কেউ দেখেনি?  
৮. আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,  
৯. জিহবা ও ওষ্ঠদ্বয় ?  
১০. বস্তুতঃ আমি তাকে দু'টি পথ প্রদর্শন করেছি।  
১১. অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।  
১২. আপনি জানেন
, সে ঘাঁটি কি?  
১৩. তা হচ্ছে দাসমুক্তি  
১৪. অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান  
১৫. এতীম আত্মীয়কে
১৬. অথবা ধূলি-ধূসরিত মিসকীনকে  
১৭. অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া
, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।  
১৮. তারাই সৌভাগ্যশালী।  
১৯. আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।  
২০. তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।