ভাষাংশ।
কোরানের সূরা সূচি
পবিত্র
কোরআনুল করীম
৯১
সুরা
আশ্-শাম্স
মক্কায় অবতীর্ণ
: আয়াত
১৫
পরম করুণাময়
ও অসীম দয়ালু আল্লাহ্র
নামে শুরু করছি।
১.
শপথ সূর্যের ও তার
কিরণের,
২. শপথ
চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে,
৩.
শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে,
৪.
শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে,
৫.
শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।
৬.
শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর,
৭.
শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর
৮.
অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন,
৯.
যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।
১০.
এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।
১১.
সামূদ
সম্প্রদায় অবাধ্যতাবশতঃ মিথ্যারোপ করেছিল
১২.
যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল,
১৩.
অতঃপর আল্লাহ্র
রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহ্র
উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।
১৪.
অতঃপর ওরা তাঁর
প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের
পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন।
১৫.
আল্লাহ্
তাআলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।
৯২.
সূরা আল-লায়ল
মক্কায় অবতীর্ণ
: আয়াত
২১
পরম করুণাময় ও অসীম দয়ালু
আল্লাহ্র
নামে শুরু করছি।
১.
শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,
২.
শপথ দিনের, যখন সে আলোকিত হয়
৩.
এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন,
৪.
নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।
৫.
অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়,
৬.
এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,
৭.
আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
৮.
আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়
৯.
এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে,
১০.
আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
১১.
যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।
১২.
আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।
১৩.
আর আমি মালিক ইহকালের ও পরকালের।
১৪.
অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।
১৫.
এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,
১৬.
যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
১৭.
এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,
১৮.
যে আত্মশুদ্ধির
জন্যে তার ধন-সম্পদ দান করে।
১৯.
এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।
২০.
তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।
২১.
সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।
৯৩.
সূরা আদ্ব-দ্বোহা
মক্কায় অবতীর্ণ
: আয়াত
১১
পরম করুণাময় ও অসীম দয়ালু
আল্লাহ্র
নামে শুরু করছি।
১.
শপথ পূর্বাহ্নের,
২.
শপথ রাত্রির যখন তা গভীর হয়,
৩.
আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।
৪.
আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।
৫.
আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।
৬.
তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
৭.
তিনি আপনাকে
পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।
৮.
তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।
৯.
সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;
১০.
সওয়ালকারীকে ধমক দেবেন না
১১.
এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।
৯৪.
সূরা আল-ইন্শিরাহ্
মক্কায় অবতীর্ণ
: আয়াত
৮
পরম করুণাময় ও অসীম দয়ালু
আল্লাহ্র
নামে শুরু করছি।
১.
আমি কি আপনার বক্ষ উন্মুক্ত
করে দেইনি?
২.
আমি লাঘব করেছি আপনার বোঝা,
৩.
যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।
৪.
আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।
৫.
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
৬.
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
৭.
অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।
৮.
এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।