ভাষাংশকোরানের সূরা সূচি
পবিত্র
কোরআনুল করীম

৯৫
সুরা ত্বীন


                                              মক্কায় অবতীর্ণ : আয়াত
                                          পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি

১. শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,  
২.
এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,   
৩. এবং এই নিরাপদ নগরীর।   
৪. আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে   
৫. অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে    
৬. কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।   
৭. অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?   
৮. আল্লাহ্ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন
?


৯৬.
সূরা আলাক


মক্কায় অবতীর্ণ : আয়াত ১৯
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি

১. পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন   
২. সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।  
৩. পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,  
৪. যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,  
৫. শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।  
৬. সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,  
৭. এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।   
৮. নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।  
৯. আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে  
১০. এক বান্দাকে যখন সে নামায পড়ে?  
১১. আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে   
১২. অথবা খোদাভীতি শিক্ষা দেয়।   
১৩. আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।  
১৪. সে কি জানে না যে, আল্লাহ‌্ দেখেন?   
১৫. কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-    
১৬. মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।  
১৭. অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।  
১৮. আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে   
১৯. কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জনকরুন।


৯৭.
সূরা কদর

মক্কায় অবতীর্ণ : আয়াত
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি

১. আমি একে নাযিল করেছি শবে-কদরে।  
২. শবে-কদর সম্বন্ধে আপনি কি জানেন?  
৩. শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।   
৪. এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।  
৫. এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহতথাকে।  


৯৮.
সূরা বাইয়্যিনাহ্


মক্কায় অবতীর্ণ : আয়াত
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি

১. হ্‌লে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের ছিল, তারা প্রত্যাবর্তন করত না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত।   ২. অর্থাৎ, আল্লাহ্‌র একজন রসূল, যিনি আবৃত্তি করতেন পবিত্র সহীফা,   
৩. যাতে আছে, সঠিক বিষয়বস্তু।   
৪. অপর কিতাব প্রাপ্তরা যে বিভ্রান্ত হয়েছে তা হয়েছে, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই।  
৫. তাদেরকে এছাড়া কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহ্‌র এবাদত করবে, নামায কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই সঠিক ধর্ম।   
৬.হ্‌লে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অধম।  
৭. যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারাই সৃষ্টির সেরা।   
৮. তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত, যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত। তারা সেখানে থাকবে অনন্তকাল। আল্লাহ্ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহ্‌র প্রতি সন্তুষ্ট। এটা তার জন্যে, যে তার পালনকর্তাকে ভয় কর।  


৯৯.
সূরা যিলযাল


মক্কায় অবতীর্ণ : আয়াত
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি

১. যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,  
২. যখন সে তার বোঝা বের করে দেবে  
৩. এবং মানুষ বলবে, এর কি হল ?  
৪. সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,    
৫. কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।  
৬. সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।  
৭. অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে   
৮. এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতেপাবে।  


১০০.
সূরা আদিয়াত


মক্কায় অবতীর্ণ : আয়াত ১১
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি

১. শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,  
২. অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের   
৩. অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের    
৪. ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে   
৫. অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে 
৬. নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ    
৭. এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত  
৮. এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।   
৯. সে কি জানেনা, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে  
১০. এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে?   
১১. সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত।