লিপস্টিক
Lipstick
বাংলা: ওষ্ঠাধর-রঞ্জনী, ওষ্ঠাধর-রঞ্জিকা
ওষ্ঠাধর (ওষ্ঠ+ অধর) রঙিন করার জন্য ব্যবহৃত
অঙ্গরাগ
বিশেষ। রঙের উপকরণ, তেল মোম ইত্যাদির
মিশ্রণ দণ্ডাকারে তৈরি করে এই প্রসাধনী বাজারজাত করা হয়। বাংলা
ওষ্ঠাধর-রঞ্জনী, ওষ্ঠাধর-রঞ্জিকা শব্দটি ইংরেজি লিপস্টিকের চেয়ে অধিকতর অর্থবহ হলেও- ইংরেজি নামটিই
সর্বাধিক প্রচলিত।
প্রাচীন মেসোপোটেমিয়া, ভারতের সিন্ধু অববাহিকা, প্রাচীন মিশরের
নারীরা ওষ্ঠাধরকে রঙিন করার জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করতো। সে সময়ে এগুলো ছিল
অর্ধ-তরলাকারে। ষোড়শ শতকে ইউরোপে দণ্ডাকার নরম লিপস্টিকের প্রচলন হয়। দ্বিতীয়
বিশ্বযুদ্ধের সময় এবং তার পরবর্তী সময়ে চলচ্চিত্র ও মঞ্চের অভিনত্রীদের কারণে
লিপস্টিক জনপ্রিয় হয়ে উঠে। বর্তমানে অভিনয় জগতে পুরুষরাও লিপস্টিক ব্যবহার করে। তবে
বর্তমানে সাধারণভাবে মেয়েদের প্রসাধনের একটি অপরিহার্য উপকরণ হিসাবে লিপস্টিক
ব্যবহৃত হয়।
একসময় শুধু
ওষ্ঠাধরকে রঙিন করার জন্যই এই প্রসাধন ব্যবহার করা হতো। এর পিছনে স্বাস্থ্যগত
বিষয়টি বিবেচনায় আনা হতো না। বর্তমানে এর সাথে স্বাস্থ্যপ্রদ লিপিস্টিক তৈরি করা
হয়। নতুন করে লিপিষ্টিক ব্যবহারের আগে পুরানো লিপিস্টিকের প্রলেপটি যাতে সহজে তুলে
ফেলা যায়, সেদিকটাও বিবেচনা করা হয়ে থাকে। একই সাথে কোলাজেন, ঘৃতকুমারীর রস,
ভিটামিন ই সমৃদ্ধ উপাদান ব্যবহার করা হয়। যাতে সূর্যলোকের অতি-বেগুনিরশ্মি প্রতিরোধ
করতে পারে এবং এবং ঠোঁটের আর্দ্রতা বজায় থাকে। তাছাড়া শীতের সময় ঠোঁটফাটা থেকে
ঠোঁটকে রক্ষা করতে সাহায্য করে।