অঙ্গাংশভিত্তিক অঙ্গরাগ১. সৌন্দর্যবর্ধন: সাধারণ অঙ্গশ্রী বা মুখশ্রীকে সৌন্দর্যবৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। যেমন ওষ্ঠাধরকে আকর্ষণীয় করার জন্য ব্যবহৃত হয় ওষ্ঠাধর-রঞ্জনী বা লিপস্টিক। অনেক সময় ত্বকের দাগ লুকানো, ত্বক বা চুলের রঙ পরিবর্তন, ভ্রূরুর গঠনগত পরিবর্তন, চোখকে আকর্ষণীয় করণে বিশেষ বিশেষ ধরনের অঙ্গরাগ ব্যবহার করা হয়। অনুষ্ঠান এবং সাধারণ সজ্জার ক্ষেত্রে নানা ধরনের অঙ্গরাগের ব্যবহার করা হয়। যেমন বিয়ের অনুষ্ঠান, ফ্যাসান শো, নাট্যাভিনয় ইত্যাদির ক্ষেত্রে বিশেষ বিশেষ ধরনের অঙ্গরাগের ব্যবহার লক্ষ্য করা যায়।
দৃষ্টিননন্দন করার উপযোগী অঙ্গরাগের পাশাপাশি ব্যবহার করা হয়, সুগন্ধী দ্রব্যাদি। দেহের ও মুখের কটুগন্ধ দূরীকরণে অঙ্গারাগের ব্যবহার করা হয়। বিশেষ ধরণের মনোগ্রাহী সুগন্ধী দিয়ে দেহকে বিশেষভাবে সুগন্ধিত করাও হয় অঙ্গরাগের দ্বারা।
২. দেহাংশকে রক্ষা: ত্বকের আর্দ্রতা বজায় রাখা, ত্বকের পুষ্টিপ্রদান, ত্বকের ক্ষত দূরীকরণে, প্রাকৃতি পরিবেশ অনুসারে ত্বককে রক্ষা করা ইত্যাদির জন্য অঙ্গরাগ ব্যবহৃত হয়। ত্বক, চুল পরিষ্কার করা বা চুলের খুশকি দুরীকরণ ইত্যাদির জন্য সাবান, শ্যাম্পু, নানা ধরনের ভেষজ উপকরণ ব্যবহার করা হয়। লিপস্টিক বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করে শীতকাল ওষ্ঠাধর বা পায়ের গোড়ালি ফেটে যাওয়া থেকে রক্ষা পাওয়া যায়। ৩. মিশ্র উপকরণ: কিছু কিছু অঙ্গরাগ একই সাথে সৌন্দর্যবর্ধন এবং ত্বকের পুষ্টির জন্য ব্যবহার করা হয়। এর ভিতরে রয়েছে প্রকৃতি থেকে প্রাপ্ত ভেষজ উপকরণ এবং কৃত্রিমভাবে তৈরিকৃত উপকরণ। আবার কিছু অঙ্গরাগ আছে, যা সাময়িকভাবে সৌন্দর্যবর্ধনের জন্য ব্যবহৃত হয়, যেগুলো দীর্ঘ সময় ধরে ব্যবহার করলে ত্বকের ক্ষতি হয়।