অঙ্গরাগ
বানান বিশ্লেষণ:অ+ঙ্+অ+গ্+অ+র্+আ+গ্+অ
উচ্চারণ:
ɔŋ.go.rag] [অঙ্.গো.রাগ্]
শব্দ-উৎস:
সংস্কৃত অঙ্গ + রাগ> বাংলা অঙ্গরাগ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অঙ্গের রাগ /ষষ্ঠী তৎপুরুষ সমাস
পদ: বিশেষ্য
অর্থ: দেহের সৌন্দর্যবরধনের জন্য ব্যবহৃত উপকরণ
সমার্থক শব্দাবলী: অঙ্গভূষণ, অঙ্গরাগ, প্রসাধন দ্রব্য,
সাজ
ইংরেজি:
Cosmetics
        [দেখুন: অঙ্গরাগ বিশ্বকোষ]
সূত্র :