অঙ্গ
বানান বিশ্লেষণ:অ+ঙ্+অ+গ্+অ
উচ্চারণ: [অঙ্.গো]
ɔŋ.go]
শব্দ-উৎস: সংস্কৃত অঙ্গম্> বাংলা অঙ্গ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
১. অঙ্গ্ (গমন করা) + অ (অচ্), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
১.১. ঊর্ধ্বক্রমবাচকতা { দেহ | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা|}
অর্থ:যা চলাচল করে, নড়াচড়া করে বা কার্যক্রম চালায়- এই অর্থে অঙ্গ।
সমার্থক শব্দাবলি: অঙ্গ, অবয়ব, কলেবর, কাঅ, কাআ, কায়া, কায়া, গতর, গা, গাত্র, ঠাম, তনু, দেহ,বপু, শরীর।
ইংরেজি:
body
শব্দ বিবর্তন:
  • সর্বপ্রাচীন নমুনা ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ<।
    • বতিস যোইণী তসু অঙ্গ উহ্লসিউ/ভুসুকুপাদানাম। চর্যাগীতিকা-২৭।
যুক্তশব্দ: কৃষ্ণাঙ্গ,

১.২. ঊর্ধ্বক্রমবাচকতা { দেহাংশ | খণ্ডাংশ | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:  কিছু সুনির্দিষ্ট কার্যক্রমের বিচারে জীব-দেহাংশের কিছু কিছু অংশ পৃথকভাবে চিহ্নিত করা হয়। এর ভিতরে রয়েছে দেহের অভ্যন্তরীণ ‌এবং বহির্ভাগের অংশ। গাঠনিক এবং কার্যক্রমের বিচারে দেহাংশকে নানাভাগে ভাগ করা হয়। এই ভাগগুলোকে বলা হয় অঙ্গ। এই বিচারে হাত, পা, হৃদপিণ্ড ইত্যাদি অঙ্গ।
ইংরেজি:
organ

১.৩. ঊর্ধ্বক্রমবাচকতা { | প্রশাসনিক একক | সাংগঠনিক একক | সামাজিক সংগঠন | সামাজিক দল | দল | বিমূর্তন | বিমূর্ত-সত | সত্তা|}
অর্থ: সরকারি, বেসরকারি বা আধা-সরকারি যে কোনো প্রতিষ্ঠানের অধীনস্থ পৃথক প্রশাসনিক ব্যবস্থা। যা মূল প্রতিষ্ঠানের অঙ্গ হিসেবে বিবেচিত হয়ে থাক। প্রশাসনিকভাবে এই জাতীয় প্রতিষ্ঠানকে অঙ্গ-সংগঠন বলা হয়ে থাকে।

১.৪. ঊর্ধ্বক্রমবাচকতা {অংশবিশেষ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: যে কোনো বস্তুসত্তার একটি অংশ। সুনির্দষ্টভাবে ওই অংশকে অঙ্গ বলা হয়। যেমন- দেহের নিচের অংশ অর্থে নিম্নাঙ্গ।
ইংরেজি:
part, portion
পদ: বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা { অঞ্চল | অবস্থান | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকের একটি মহাজনপদ। এটি উত্তর ভারতের ষোড়শ মহাজনপদের একটি ছিল। মগধরাজ্যের পূর্বে এবং রাজমহলের পশ্চিমাঞ্চলের মধ্যবর্তী স্থানে এই মহাজনপদটির অবস্থান বিবেচনা করা হয়। এর রাজধানীর নাম ছিল চম্পা (বর্তমান বিহারের ভাগলপুর)। [দেখুন: অঙ্গ মহাজনপদ]

২. ঊর্ধ্বক্রমবাচকতা { | হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | অতিপ্রাকৃতিক সত | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}

অর্থ:
হিন্দু পৌরাণিক চরিত্র। বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে এই নামে একাধিক চরিত্রের উল্লেখ পাওয়া যায়।    
২.১. বলিরাজের ক্ষেত্রজ পুত্র।
২.২ জনৈক রাজা।[দেখুন: অঙ্গ (পৌরাণিক) ]
সকল অর্থে যৌগিক শব্দ: প্রত্যয় সাধিত শব্দ: অঙ্গক

সূত্র :