সুরাঙ্গ
এক বা একাধিক সুরশৈলী নিয়ে যে মৌলিক সুরবিন্যাস তৈরি হয়, তা নানা সুরে ব্যবহৃত হয়।
এর ফলে ওই সুরশৈলী একটি অঙ্গে পরিণত হয়। যেমন- মল্লার অঙ্গ. কানাড়া অঙ্গ ইত্যাদি।
সাধারণ ভাবে একে অঙ্গ বলা হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা {|সুরাঙ্গ
|
সুরশৈলী |
সুর বিন্যাস |
সুর |
স্বরবিন্যাস |
স্বর |
সাঙ্গীতিক স্কেল |
সঙ্গীতোপযোগী ধ্বনি |
শ্রবণ যোগাযোগ |
যোগাযোগ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ব্যাখ্যা: সুরাঙ্গের সাথে অন্যান্য সুরের সমন্বয়ে তৈরি হয় সুরশৈলী। রাগ। সুরাঙ্গ নানা ধরনের হতে পারে। যেমন