অঙ্গ
হিন্দু পৌরাণিক কাহিনিতে এই নামে একাধিক চরিত্র পাওয়া যায়। যেমন-
১.
মহাভারতে উল্লেখ আছে যে,
বলি
রাজের অনুরোধে ঋষি
দীর্ঘতমা মহিষী সুদেষ্ণার
গর্ভে পাঁচটি সন্তানের জন্ম দিয়েছিলেন।
এই পাঁচটি সন্তান হলেন−অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড্র ও সুহ্ম।
বলি
রাজা তাঁর রাজত্বকে এই পাঁচজন ক্ষেত্রজ পুত্রকে পাঁচটি অঞ্চল শাসনের অধিকার প্রদান
করেন। এই পুত্রদের নামে রাজ্যগুলোর নাম হয়েছিল অঙ্গদেশ (অঙ্গ মহাজনপদ), বঙ্গদেশ, কলিঙ্গদেশ,
পুণ্ড্রদেশ ও সুহ্মদেশ।
২ জনৈক রাজা। তাঁর ঔরসে, সুনীথা নামক স্ত্রীর গর্ভে বেণে নামক এক পুত্রের জন্ম
হয়। উক্ত পুত্রের দৌরাত্মে অতীষ্ট হয়ে- ইনি বিষয়বিবাগী হয়ে গৃহত্যাগ
করেছিলেন।