সাজ
বানান বিশ্লেষণ: স্+আ+জ্+অ
উচ্চারণ:
ʃaɟ (শাজ্ )
শব্দ-উৎস: ফার্সি সাজ> বাংলা সাজ
পদ : বিশেষ্য
অর্থ:
১. দেহকে নান্দনিকভাবে সজিত করার উপকরণ
১.১. পোশাক, পরিচ্ছদ, বেশ, সজ্জ, সজ্জা
১.২. অলঙ্কার, গহনা
১.৩. অঙ্গভূষণ, অঙ্গরাগ, প্রসাধন দ্রব্য
২. আয়োজন করে কোনো কিছু তৈরি করার উপকরণ।
২.১. উপকরণ, সরঞ্জাম, সজ্জ, সজ্জা, সাজ

সূত্র: