সজ্জা
বানান বিশ্লেষণ: স্+অ+জ্+জ্+আ
উচ্চারণ:
ʃɔɟ.ɟa (শজ্.জা )
শব্দ-উৎস: সংস্কৃত সজ্জা> বাংলা সজ্জা
পদ : বিশেষ্য
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ (অ) + আ (টাপ্), ভাববাচ্য
অর্থ:
১. দেহকে নান্দনিকভাবে সজিত করার উপকরণ
১.১. পোশাক, পরিচ্ছদ, বেশ, সজ্জ, সজ্জা, সাজ
১.২. অলঙ্কার, গহনা
১.৩. অঙ্গভূষণ, অঙ্গরাগ, প্রসাধন দ্রব্য, সাজ
২. আয়োজন করে কোনো কিছু তৈরি করার উপকরণ।
২.১. উপকরণ, সরঞ্জাম, সজ্জ, সজ্জা, সাজ

৩. নানাবিধ উপকরণের সুবিন্যস্তকরণ

.১. অলঙ্করণ, গোছা-গাছ, বিন্যাসন, সজ্জা


সূত্র: