সজ্জ
বানান বিশ্লেষণ: স্+অ+জ্+জ্+অ
উচ্চারণ:
ʃɔɟ.ɟo (শজ্.জো )
শব্দ-উৎস: সংস্কৃত সজ্জ> বাংলা সজ্জ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
সজ্জ (সজ্জতি) + অ (অচ্), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
অর্থ:
১. দেহকে নান্দনিকভাবে সজিত করার উপকরণ
১.১. পোশাক, পরিচ্ছদ, বেশ, সজ্জ, সজ্জা, সাজ
১.২. অলঙ্কার, গহনা
১.৩. অঙ্গভূষণ, অঙ্গরাগ, প্রসাধন দ্রব্য, সাজ
২. আয়োজন করে কোনো কিছু তৈরি করার উপকরণ।
২.১. উপকরণ, সরঞ্জাম, সজ্জ, সজ্জা, সাজ



সূত্র: