সজ্জ
বানান বিশ্লেষণ: স্+অ+জ্+জ্+অ
উচ্চারণ: ʃɔɟ.ɟo
(শজ্.জো )
শব্দ-উৎস:
সংস্কৃত সজ্জ>
বাংলা সজ্জ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
সজ্জ (সজ্জতি)
+
অ (অচ্),
কর্তৃবাচ্য
পদ:
বিশেষ্য
অর্থ:
১. দেহকে
নান্দনিকভাবে সজিত করার উপকরণ
১.১.
পোশাক, পরিচ্ছদ, বেশ, সজ্জ,
সজ্জা,
সাজ
১.২. অলঙ্কার, গহনা
১.৩.
অঙ্গভূষণ,
অঙ্গরাগ, প্রসাধন দ্রব্য,
সাজ
২. আয়োজন করে কোনো কিছু তৈরি করার উপকরণ।
২.১. উপকরণ, সরঞ্জাম, সজ্জ,
সজ্জা,
সাজ
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা
একাডেমী, ঢাকা। মার্চ ২০০৫।
- বাঙ্গালা ভাষার অভিধান । জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ।
নভেম্বর ২০০০।
- ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।
-
wordnet 2.1