রাগ
বানান বিশ্লেষণ:র্+আ+গ্+অ
উচ্চারণ: [
rag] [রাগ্]
শব্দ-উৎস:
সংস্কৃত রাগ> বাংলা রাগ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: রন্‌জ্ (রঞ্জিত করা) + অ (ঘঞ্), ভাববাচ্য
পদ: বিশেষ্য
অর্থ:
১. কোনো কিছুকে রঙিন করা
সমার্থক শব্দাবলি: রঞ্জন, রঞ্জিত করা, রাগ।

২. রঞ্জিত রূপের প্রকাশিত দশা
সমার্থক শব্দাবলি: রং, বর্ণ, রঞ্জনদ্রব্য। অঙ্গরাগ, রক্তরাগ]
     
৩. ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি রূপ কাঠামো, যা সঙ্গীতোপযোগী ধ্বনি সুনির্দিষ্ট ধ্বনি বিন্যাসে সৃষ্ট হয় এবং শ্রোতার মনকে রঞ্জিত করে।
সমার্থক শব্দাবলি: রাগ, রাগিণী। [ভৈরব, ভৈরবী, কাফি ইত্যাদি]
          [দেখুন: রাগ, সঙ্গীত]

৪. চিত্তের বিক্ষুব্ধ দশায় উৎপন্ন ভাব
সমার্থক শব্দাবলি: কোপ, ক্রোধ, গোসা, রাগ, রোষ।

৫. প্রেমপূর্ণ আবেগজাত ভাব- যা আসক্তি, মোহ, স্নেহ ইত্যদির প্রকাশ ঘটায়
সমার্থক শব্দাবলি: আসক্তি, প্রণয়, প্রেম, মমতা, স্নেহ


সূত্র :