নজরুল সঙ্গীত স্বরলিপি
১০ম খণ্ড
হরফ প্রকাশনী (এ-১২৬ কলেজ স্ট্রিট মার্কেট, কলিকাতা) থেকে প্রকাশিত নজরুল স্বরলিপি সিরিজের ১০ম খণ্ড। এই খণ্ডের স্বরলিপি করেছেন ব্রহ্মমোহন ঠাকুর। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল শুক্রবার, ১ ডিসেম্বর, ১৯৯৪ খ্রিষ্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ ১৪০১ বঙ্গাব্দ। এই খণ্ডে সংকলিত স্বরলিপির সংখ্যা ১০০টি। নিচে এই খণ্ডের গৃহীত গানের স্বরলিপির তালিকা দেওয়া হলো।
এসো শারদ প্রাতের পথিক
[গান-৪২১] [তথ্য]
তুমি হাতখানি যবে রাখ মোর হাতের পরে [গান-১৪৪] [তথ্য]