একশ গানের নজরুল সঙ্গীত স্বরলিপি
চতুর্থ
খণ্ড

হরফ প্রকাশনী (এ-১২৬ কলেজ স্ট্রিট মার্কেট, কলিকাতা) থেকে প্রকাশিত নজরুল স্বরলিপি সিরিজের চতুর্থ খণ্ড। এই খণ্ডে কাজী অনিরুদ্ধ ও নিতাই ঘটকের ১০৭টি স্বরলিপি স্থান পেয়েছে। এর সর্বশেষে প্রকাশ হয়েছে ১লা জানুয়ারি, ২০০০ খ্রিষ্টাব্দ, ১৬ই পৌষ ১৪০৬ বঙ্গাব্দ, ২৩ রামাযান ১৪২০ হিজ্‌রি। নিচে এই খণ্ডের গৃহীত গানের স্বরলিপির তালিকা দেওয়া হলো।

তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু [গান-৬৪৩] [তথ্য]