৬৪৩ তাল: দাদ্রা। তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু। তোমরা অবোধ,অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু॥ তোমার মতই তোমার ভুবন চির পূর্ণ,হে নারায়ণ! দেখতে না পায় অন্ধ নয়ন তাই এ দঃখ প্রভু॥ ঝরে যে ফল ধূলায় জানি,হয় না তাহা(কভু)হারা, ঐ ঝরা ফলে নেয় যে জনম তরূণ তরুর চারা- তারা হয় না কভু হারা। হারালো (ও ) মোর প্রিয় যারা, তোমার কাছে আছে তারা; আমার কাছে নাই তাহারা-হারায়নিক' তবু॥ |
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
উল্লিখিত কোনো স্বরলিপির সাথে গানটির রাগ ও তালের উল্লেখ নেই। স্বরলিপিগুলো ৩।৩
মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
গ্রহস্বর: সা (সকল স্বরলিপি)
উল্লিখিত স্বরলিপি গ্রন্থগুলোতে মুদ্রিত স্বরলিপিগুলোর মধ্যে হেরফের রয়েছে।
এস.এম.আহসান মুর্শেদ [নজরুল-সংগীত স্বরলিপি