৬৪৩    
                 
 তাল: দাদ্‌রা।     
তোমার মহাবিশ্বে কিছু  হারায় না তো কভু।
     তোমরা অবোধ,অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু

     তোমার মতই তোমার ভুবন
             চির পূর্ণ,হে নারায়ণ!
     দেখতে না পায় অন্ধ নয়ন তাই এ দঃখ প্রভু
    
ঝরে যে ফল ধূলায় জানি,হয় না তাহা(কভু)হারা,
ঐ  ঝরা ফলে নেয় যে জনম তরূণ তরুর চারা-
                                   তারা হয় না কভু হারা।
            
             হারালো (ও ) মোর প্রিয় যারা
,
             তোমার কাছে আছে তারা;
     আমার কাছে নাই তাহারা-হারায়নিক' তবু                     
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:  ২. রেকর্ড সূত্র: ১৯৩৫ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে এইচ.এম.ভি. থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর N-7393 শিল্পী: মৃণালকান্তি ঘোষ। [শ্রবণ নমুনা]

৩. রচনাকাল: ১৯৩৫ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে এইচ.এম.ভি, থেকে এই গানটি প্রকাশকালে কাজী নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 
  
                                  
৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।
                                                                      
৬. স্বরলিপিকার: এস.এম.আহসান মুর্শেদ। [নজরুল-সংগীত স্বরলিপি, সাতাশতম খণ্ড ]
                                   [এসএম আহসান মুর্শেদ-কৃত নজরুল সঙ্গীতের স্বরলিপির তালিকা]
                        কাজী অনিরুদ্ধ। [
নজরুল স্বরলিপি চতুর্থ খণ্ড। ]

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: উল্লিখিত কোনো স্বরলিপির সাথে গানটির রাগ ও তালের উল্লেখ নেই। স্বরলিপিগুলো ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
গ্রহস্বর: সা (সকল স্বরলিপি)
উল্লিখিত স্বরলিপি গ্রন্থগুলোতে মুদ্রিত স্বরলিপিগুলোর মধ্যে হেরফের রয়েছে। এস.এম.আহসান মুর্শেদ  [নজরুল-সংগীত স্বরলিপি, সাতাশতম খণ্ড]-কৃত স্বরলিপির সাথে 'নৃত্য-সম্বলিত' নির্দেশনা রয়েছে। নিতাই ঘটক-কৃত শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি অখণ্ড
এই গানটির অঙ্গ হিসেবে 'ভজন' উল্লেখ আছা।