নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
সাতাশতম খণ্ড
নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল কার্তিক, ১৪১২/অক্টোবর ২০০৫ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, তৎকালীন সরকার কর্তৃক গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য এই পরিষদের সভাপতি ছিলেন সোহরাব হোসেন। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন, সুধীন দাশ, ফেরদৌসী রহমান, এস, এম আহসান মুর্শেদ, খালিদ হোসেন, শবনম মুশতারী এবং নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।
নজরুল সঙ্গীত স্বরলিপি চতুর্থ খণ্ডের সমুদয় গানের স্বরলিপি করেছেন সুধীন দাশ । গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।
খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে [গান-৬১১] [তথ্য ]
তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু [গান-৬৪৩] [তথ্য]