সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি
দ্বিতীয় খণ্ড

সাহিত্যম প্রকাশনী (১৮বি শ্যামাচরণ দে স্ট্রিট কলিকাতা) থেকে প্রকাশিত 'সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি' নামক ক্রমিক গ্রন্থমালার দ্বিতীয় খণ্ড। এই খণ্ডের স্বরলিপিকার কাজী অনিরুদ্ধ। গ্রন্থটির প্রথম  প্রকাশিত হয়েছিল ১৩৮৩ বঙ্গাব্দের শ্রাবণ মাসে। এতে সংকলিত স্বরলিপির সংখ্যা ১০১টি। নিচে এই খণ্ডের গৃহীত গানের স্বরলিপির তালিকা দেওয়া হলো।

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় [গান-১৮৩] [তথ্য]
তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু
[গান-৬৪৩] [তথ্য]