নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
ষষ্ঠ খণ্ড

নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ১১ জ্যৈষ্ঠ, ১৩৯৮/২৬ মে, ১৯৯ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, তৎকালীন সরকার কর্তৃক গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য এই পরিষদের সভানেত্রী ছিলেন লায়লা আর্জ্জুমান্দ বানু। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন, শেখ লুৎফর রহমান, বেদারউদ্দিন আহমদ, সোহরাব হোসেন, সুধীন দাশ এবং অধ্যাপক মনিরুজ্জামান, নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।

নজরুল সঙ্গীত স্বরলিপি  ষষ্ঠ খণ্ডের সমুদয় গানের স্বরলিপি করেছেন  সুধীন দাশ ।  গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।

আজিকে তনু মনে লেগেছে রঙ [গান-২০৩] [তথ্য]
আনো সাকী শিরাজী আনো আঁখি পিয়ালয় [গান-২০৬] [তথ্য]
আমার মোহাম্মদের নামের ধেয়ান [গান-২০৭] [তথ্য]
আমি পথভোলা ভিনদেশী গানের পাখী [গান-২০৮] [তথ্য]
এত কথা কি গো কহিতে জানে [গান-২১০] [তথ্য]
এলো ফুলের মরশুম [গান-২১১] [তথ্য]
কে এলে মোর ব্যাথার গানে [গান-১৮০] [তথ্য]
কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া [গান-২২০] [তথ্য]
কেঁদো না কেঁদো না মাগো [গান-২১৯] [তথ্য]
গহীন রাতে ঘুম কে এলে ভাঙাতে [গান-২২৩] [তথ্য]
টলমল্ টলমল্ টলে সরসী [গান-১৪৯] [তথ্য]
তুমি কি দখিনা পবন [গান-১৫৪] [তথ্য]
তোমার বুকের ফুলদানিতে [গান-২৩৭] [তথ্য]
দিনগুলি মোর পদ্মেরি দল [গান-১৪৫] [তথ্য]
নহে নহে প্রিয় এ নয় আঁখি-জল [গান-২৪২] [তথ্য]
বনে যায় আনন্দ দুলাল [গান-২৬২] [তথ্য]
বল্ সখি বল্ ওরে স'রে যেতে বল [গান-২৬৩] [তথ্য]
বাঁশী বাজাবে কবে আবার বাঁশীওয়ালা [গান-২৬৫] [তথ্য]
মরুর ধূলি উঠ্‌লো রেঙে' [গান-২৭১] [তথ্য]
মায়ের চেয়েও শান্তিময়ী [গান-২৭২] [তথ্য]
মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ [গান-২৭৪] [তথ্য]
সহসা কি গোল বাঁধালো [গান-২৮৮] [তথ্য]
সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ [গান-৩০১] [তথ্য]
হে নামাজী আমার ঘরে [গান-২৯৭] [তথ্য]