বিষয়:
নজরুল সঙ্গীত।
গান সংখ্যা : ৩০১
শিরোনাম:
সৃজন ছন্দে আনন্দে নাচে নটরাজ
পাঠ ও পাঠভেদ:
রাগ : তিলককামোদ, তাল : ঝাঁপতালসৃজন ছন্দে আনন্দে নাচে নটরাজ
হে মহাকাল প্রলয়-তাল ভোলো ভোলো॥
ছড়াক তব জটিল জটা
শিশু-শশীর কিরণ-ছটা
উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো॥
মন্দ-স্রোতা মন্দাকিনী সুরধুনী-তরঙ্গে
ধুতুরা ফুল খুলিয়া ফেলি'
জটাতে পরো চম্পা বেলী
শ্মশানে নব জীবন, শিব, জাগিয়ে তোলো॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটিরন রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের মার্চ মাসে এইচ এম ভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম প্রকাশ করে। প্রকাশকালের সময়, নজরুল ইসলামের বয়স ছিল ৩৬।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ ও তাল: