সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি
প্রথম খণ্ড

সাহিত্যম প্রকাশনী (১৮বি শ্যামাচরণ দে স্ট্রিট কলিকাতা) থেকে প্রকাশিত 'সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি' নামক ক্রমিক গ্রন্থমালার দ্বিতীয় খণ্ড। এই খণ্ডের স্বরলিপিকার কাজী অনিরুদ্ধ। গ্রন্থটির প্রথম  প্রকাশিত হয়েছিল অক্টোবর ১৯৭৫ খ্রিষ্টাব্দে (মহালয়া ১৩৮২ বঙ্গাব্দ) । এতে সংকলিত স্বরলিপির সংখ্যা ১০১টি। নিচে এই খণ্ডের গৃহীত গানের স্বরলিপির তালিকা দেওয়া হলো।

তুমি হাতখানি যবে রাখ মোর হাতের পরে [গান-১৪৪] [তথ্য]