বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ১০.
শিরোনাম:
শাওন-রাতে যদি স্মরণে আসে মোরে
পাঠ ও পাঠভেদ:
১০.
রাগ : চর্জ্যু কি মল্লার
তাল : কাহারবা
শাওন-রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে॥
ভুলিও স্মৃতি মম, নিশীথ-স্বপন সম
আঁচলের গাঁথা মালা ফেলিও পথ ‘পরে॥
ঝুরিবে পুবালি বায় গহন দূর-বনে,
রহিবে চাহি’ তুমি একেলা বাতায়নে।
বিরহী কুহু-কেকা গাহিবে নীপ-শাখে
যমুনা-নদীপারে শুনিবে কে যেন ডাকে।
বিজলি দীপ-শিখা খুঁজিবে তোমায় প্রিয়া
দু’হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৪০
খ্রিষ্টাব্দের
এপ্রিল
মাসে
এইচ.এম.ভি. রেকর্ড
কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে।
সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি নজরুল ইসলামের ৪১ বৎসর বয়সে রচিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
বি.দ্র.: গানটিতে তবলার ব্যবহার না হলেও ৪
মাত্রা হিসাবে তালের ঝোঁক রয়েছে। চতুর্মাত্রিক একতালে গানটি গাওয়া যেতে পারে,
তবে গায়কীর ঢঙ্ কাহারবা তালের।
[নজরুল-সঙ্গীত স্বরলিপি,
প্রথম খণ্ড, (নজরুল
ইনস্টিটিউট। নভেম্বর ১৯৯৫)। ১০ সংখ্যক
গান। পৃষ্ঠা: ৬৩-৬৬।]